মাধ্যম নিউজ ডেস্ক: আকাশ ছোঁয়া বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ট্রেন চালালো ভারতীয় রেল। এ যেন এক নতুন রেকর্ড গড়ল বন্দে ভারত ট্রেন। জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) চেনাব রেল ব্রিজ এবং প্রথম কেবল সেতু আঞ্জি খাড় হল দেশের উচ্চতম রেল সেতু। প্রথমবারের জন্য রেলের (Vande Bharat Express) ট্রায়াল সম্পন্ন হওয়ার চিত্র এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। রেলযাত্রীরা অত্যন্ত উৎসাহী হয়ে সামাজিক মাধ্যমে বিনিময় করে যাত্রার করার মত বিনিময় করেছেন।
চারপাশে যদি সাদা বরফে ঢেকে যায় তবুও চলবে ট্রেন (Vande Bharat Express)
জানা গিয়েছে, শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটার স্টেশন থেকে শ্রীনগর স্টেশন (Jammu Kashmir) পর্যন্ত এই ট্রেনর ট্রায়াল (Vande Bharat Express) সম্পন্ন হয়েছে। জম্মু-কাশ্মীরের আবহাওয়া এবং ভূ-প্রকৃতি যেহেতু বাকি রাজ্যের তুলনায় একে বারে অন্যরকম তাই সেই বিষয়কে মাথায় রেখে ভারতীয় রেল বন্দে ভারত একপ্রেস বিশেষ ভাবে চালানোর পরিকল্পনা করেছে। যে ট্রেনটি চালানো হবে তার গাড়ি নম্বর ২৪৪০২৭ এবং ১৩৬ টি বন্দে ভারত থেকে সম্পূর্ণ আলাদা। এই গাড়ি মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসও অনায়াসে ছুটতে পারবে এই ট্রেন। এমনকি লাইনের চারপাশে যদি সাদা বরফে ঢেকে যায় তাহলেও এই ট্রেন ছুটে যাবে অনায়সে। এই ট্রেন হবে সেমি হাই স্পিড এক্সপ্রেস।
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জানা গিয়েছে ট্রেনটি (Vande Bharat Express) শনিবার সকাল ৮ টায় কাটরা থেকে রওনা দেয় এবং কাশ্মীরের শেষ স্টেশন শ্রীনগরে পৌঁছায় সকাল ১১টায়। ১৬০ কিমি পথ পৌঁছাতে সময় লেগেছে ৩ ঘণ্টা। এই ট্রেনে রয়েছে অ্যাডভান্স হিটিং সিস্টেম, যা ট্রেনের জলকে কোনও ভাবেই বরফ হতে দেবে না। একই ভাবে বায়ো-টয়লেট ট্যাঙ্কও রয়েছে এই ট্রেনে। সূত্রে জানা গিয়েছে, কমিশন অফ রেলওয়ে সেফটি বিষয়ে সবুজ সংকেত দেওয়ার পর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাটরা-বারামুল্লা (Jammu Kashmir) রুটে এই ট্রেন চলবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply