Amit Shah: “১০ বছরে দেশের জাতীয় রাজধানী দিল্লিকে ধ্বংস করেছেন কেজরিওয়াল”, তোপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

https://www.madhyom.com/arvind-kejriwal-has-destroyed-the-countrys-national-capital-delhi-in-10-years-home-minister-amit-shahs-cannon

মাধ্যম নিউজ ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি দিল্লি বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যে রাজনৈতিক দলের প্রচার অভিযান ব্যাপকভাবে জমে উঠছে। এদিন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, “কেজরিওয়াল (Arvind kejriwal) ১০ বছরে দিল্লিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন, তিনি একজন মিথ্যাবাদী।”

প্রতারণা করেছেন কেজরিওয়াল (Amit Shah)

দিল্লি বিধানসভার মোট আসন ৭০। আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচন, ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। শনিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজৌরি গার্ডেনে বিজেপি প্রার্থী মনজিন্দর সিং সিরসার সমর্থনে বিশেষ সমাবেশও করেন। গত ১০ বছরে আপ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন শাহ। বলেন, “গত ১০ বছর ধরে কেজরিওয়ালজির (Arvind kejriwal) আপ সরকার দিল্লিতে অপশাসন করেছে শুধু। একইভাবে, বিভিন্ন সরকারি প্রকল্পের নামে আর্থিক দুর্নীতি এবং মিথ্যাচার করে গিয়েছে। দেশের জাতীয় রাজধানীকে ধ্বংস করেছে। আপ সরকার শহরকে সম্পূর্ণ ভাবে জগাখিচুড়িতে পরিণত করেছে। জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন অরবিন্দজি।”

৫৪০০ কোটি টাকার রেশন কার্ড, ৪৫০০ টাকার বাস কেলেঙ্কারি

বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বলেন, “আপ (Arvind kejriwal) সরকার সংযোগের নামে মানুষকে ভাঙা রাস্তা দিয়েছে কেবলমাত্র। মহ্ললা ক্লিনিকের নামে তারা মেডিক্যাল টেস্টে প্রতারণা করেছে। বর্ষার জমা জলে দিল্লি বার বার প্লাবিত হয়। নিকাশি ব্যবস্থার জন্য কোনও কাজ করেনি। সরকারি স্কুলের পরিকাঠামোর জন্য কোনও উন্নয়নের কাজ করেনি। এই এলাকার গুরুদ্বার, মন্দির এবং স্কুল ময়দানের কাছে মদের দোকান খোলা হয়েছে। টাকার বিনিময়ে অবৈধ আবগারি নীতিকে বাস্তবায়ন করেছে। নিজের পরিচিত মদ ব্যবসায়ীদের বেছে বেছে মোটা টাকার বিনিময়ে লাইসেন্স দিয়েছে। আপ দল এবং দলের নেতা-কর্মীরা ৫৪০০ কোটি টাকার রেশন কার্ড, ৪৫০০ টাকার বাস কেলেঙ্কারি, ৫৭১ কোটি টাকার সিসিটিভি কেলেঙ্কারি, ৫২ কোটির শিশমহল নির্মাণের কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কিন্তু আমরা দিল্লির জনতাকে আশ্বাস দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে এই কুশাসনের জায়গায় সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনকল্যাণমূলক কোনও প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী মোদিজির উন্নয়নের ধারায় দিল্লিবাসীর জন্য কাজ করব আমরা।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share