মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আগামী ২৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড (Uttarakhand) সফর করবেন। এই সফরে তিনি উদ্বোধন করবেন জনাকতল এবং মুলিঙ্গানা পাস এই দুটি ট্রেকের। জানা যাচ্ছে, এরমধ্যে জনাকতল ট্রেক হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ট্রেকিং রুট। এই উদ্বোধন কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনাকতল ট্রেক একেবারে চিন সীমান্তে অবস্থিত। প্রধানমন্ত্রীর মোদির এই সফর এই সফরে আগামীদিনে উত্তরাখণ্ডে পর্যটক আরও বাড়বে বলেই মনেক করছে ওয়াকিবহাল মহল।
জনাকতল ট্রেকটি ১৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত (PM Modi)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জনাকতল ট্রেকটি ১৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের জাদুং থেকে জনাকতল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথ রয়েছে। পার্বত্য উপত্যকায় রয়েছে এই পথ। জানা যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,৭১৬ ফুট উচ্চতায় অবস্থিত এই ট্রেকটি।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আপাতত প্রস্তুতি তুঙ্গে চলছে
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আপাতত প্রস্তুতি তুঙ্গে চলছে। নেলং, জাদুং, সোনম প্রভৃতি স্থানে সাজোসাজো রব। এই স্থানগুলিতে আগামীদিনে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে উত্তরাখণ্ড সরকার। সেরাজ্যের হারসিল থেকে শুরু হবে মোটরবাইক র্যালি। একইসঙ্গে দুটি ট্রেকিং অভিযান সহ একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
মোদির (PM Modi) সম্মানে বাইক র্যালি
জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী হারসিল থেকে মোটরবাইক-ATV-RTV র্যালির নেতৃত্ব দেবে। অন্যদিকে উত্তরাখণ্ড পর্যটন উন্নয়ন বোর্ডও (UTDB) একটি মোটর বাইক র্যালি করবে। জানা যাচ্ছে, এই র্যালি সম্পন্ন হবে সেরাজ্যের জাদুং-এ। অন্যদিকে নীলাপানি থেকে মুলিং লা বেস পর্যন্ত একটি ট্রেকিং অভিযানও সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)। এর পাশাপাশি, জাদুং থেকে জনকতাল পর্যন্ত আরেকটি ট্রেকিং অভিযানও অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।
মোদির (PM Modi) সফরে পর্যটনের প্রচার
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উত্তরাখণ্ড সরকার প্রধানমন্ত্রীর এই সফরকে উত্তরাখণ্ডে শীতকালীন পর্যটন প্রচারের একটি বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে চায়। ধানমন্ত্রী মোদির এই সফরে তিনি গঙ্গা মন্দিরে পুজোও করবেন বলে জানা গিয়েছে।
প্রশাসনের তরফ থেকে পরিদর্শন
মোদির (PM Modi) সফরের আগেই প্রশাসনিক কর্মকর্তারা হারসিলের স্থান পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। ওই স্থানের ট্রাফিক, পার্কিং, বিদ্যুৎ এবং জল সরবরাহ সমস্ত কিছুই খতিয়ে দেখেছেন। উত্তরাখণ্ডের স্থানীয় পণ্য প্রদর্শনের জন্য একটি প্রদর্শনীও করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
Leave a Reply