মাধ্যম নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে রাজ্যে বর্ষার বিদায় আগেই ঘটেছে। তবে তবুও বর্ষা পিছু ছাড়ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। নিম্নচাপের জেরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (Weather Update) আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ানের অধীন একটি সংস্থা ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম জানিয়েছে, ২৫ অক্টোবর ভোর তিনটে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ (Cyclone Update) তৈরি হবে। তাই চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে।
রাতে বাতাসে ঠান্ডার আমেজ (Weather Update)
দুর্গা পুজোর পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা (Weather Update) নামতে শুরু করেছে। কলকাতা, হাওড়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার সকাল এবং রাতে বাতাসে ঠান্ডার আমেজ দারুণ ভাবে বোঝা যাচ্ছে। তবে খুব একটা ভালো করে শীত এখনই পড়ছে না। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে তাপমাত্রা আরও নামতে শুরু করবে বলে ইঙ্গিত করেছেন আবহাওয়াবিদদের একাংশ। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ ভাবে পরিষ্কার থাকবে। সকালের দিকে ধীরে ধীরে কুয়াশা দেখা যাবে। বিশেষ করে নদিয়া, মুর্শিদবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকায় কুয়াশার প্রভাব বেশি বেশি করে দেখা যাবে।
কলকাতায় তাপমাত্রা কমছে
গত কয়েকদিনের তাপমাত্রার (Weather Update) বিচার করলে দেখা যাবে, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে তা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আবার স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। তবে সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রার (Cyclone Update) পরিমাণ সামান্য কমেছে।
২৭-এ আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
২৭ অক্টোবর সকালে তামিলনাড়ু উপকূলের কাছে আসবে নিম্নচাপের ঝড়। এরপর তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে। আবার তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গপোসাগর হয়ে অন্ধ্র প্রদেশ ওড়িশ্যা উপকূলের কাছেও আছড়ে পড়বে। তবে ঘূর্ণিঝড়ের (Weather Update) গঠন এবং শক্তি সম্পর্কে সম্পূর্ণ ভাবে না জানা পর্যন্ত নিশ্চিত করে এখনই কিছু বলা সম্ভবপর নয়।
Leave a Reply