Amit Shah: রোটি-বেটি-মাটি সুরক্ষিত করার আহ্বান শাহের, ঝাড়খণ্ডে ইস্তেহার প্রকাশ বিজেপির

Untitled_design(968)

মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশিত হল। এদিন বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিজেপি (BJP) অন্য সমস্ত দল থেকে আলাদা এবং এবং শুধু সরকার পরিবর্তন করার জন্য বিজেপি লড়ছে না, ঝাড়খণ্ডের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিজেপির এই লড়াই। ঝাড়খণ্ডের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে। এদিন রোটি-বেটি-মাটি সুরক্ষিত করার স্লোগানও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ঝাড়খণ্ডের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে

তিনি (Amit Shah) আরও বলেন, ‘‘ঝাড়খণ্ডের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে দুর্নীতিতে যুক্ত একটি সরকারকে তাঁরা রেখে দেবেন, নাকি বিজেপি সরকারকে নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন তাঁরা চান কিনা! সেই সিদ্ধান্ত ঝাড়খণ্ডের মানুষকেই নিতে হবে।’’ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঞ্চিত, দরিদ্র শ্রেণী, উপজাতি ও দলিতরা অনেক আশা নিয়ে বিজেপির এই সংকল্পপত্রের দিকে তাকিয়ে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও অভিযোগ করেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সরকারের আমলে রাজ্যের আদিবাসীরা মোটেও নিরাপদ নয়।

সাঁওতাল পরগণায় আদিবাসীদের সংখ্যা ক্রমশ কমেই চলেছে

তিনি (Amit Shah) বলেন, ‘‘সাঁওতাল পরগণায় আদিবাসীদের সংখ্যা ক্রমশ কমেই চলেছে। বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা এসে এখানে আমাদের মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে বিয়ে করছে এবং এখানকার জমি দখল করছে। এই প্রবণতা যদি বন্ধ না হয় তবে ঝাড়খণ্ডের সংস্কৃতি, চাকরি, জমি মেয়েরা সুরক্ষিত থাকবে না। ঝাড়খণ্ড তখনই নিরাপদ থাকবে, যখন এখানে বিজেপি সরকার তৈরি হবে।’’ এদিনের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, সঞ্জয় শেঠ এবং বিজেপির (BJP) ঝাড়খণ্ডের সভাপতি বাবুলাল মারান্ডি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের ৮১টি আসনের মধ্যে ভোট হবে ১৩ ও ২০ নভেম্বর। ২৩ নভেম্বর হবে ভোট গণনা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share