Bondi Beach Attack: বন্ডি বিচের ২ হামলাকারীর পাকিস্তান-আইসিস যোগ! ইহুদিদের উৎসবে আচমকা গুলিবর্ষণে মৃত কমপক্ষে ১৬

australia-gunmen-attck-news-pakistan-joins-bondi-beach-attackers-surprise-attack-on-jewish-festival-at-least-11-dead

মাধ্যম নিউজ ডেস্ক: ইহুদিদের হানুক্কা মানে আলোর উৎসব। ক্রিসমাসের আগে আটদিন ধরে আনন্দের উৎসব করেন ইহুদিরা। এবার ইহুদিদের উৎসবকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা জঙ্গিদের। অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে (Bondi Beach Attack) গুলি চালানোর ঘটনায় উৎসবের চিত্র শোকে পরিণত হল। রবিবার সেখানে ইহুদিদের হনুকা উৎসব চলছিল। দুই জঙ্গির হামলায় গুলি বর্ষণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এলোপাথাড়ি ৫০ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। তবে হামলাকারী জঙ্গিদের মধ্যে একজন ঘটনাস্থলেই খতম এবং অপর জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের পরিচয় পাকিস্তানের বংশোদ্ভূত। হামলার (Australia Gunmen Attack) সময়ে তাঁর পাকিস্তানের ক্রিকেট দলের জার্সি পরা একটি ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য পাকিস্তান যে জঙ্গি উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে তা আরও একবার প্রমাণিত হল বন্ডি বিচ গুলিকাণ্ডে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে আইএসআইএস-এর পতাকা। আইসিসের সঙ্গে জঙ্গিদের যোগ থাকার বিষয়টিকেও খোঁজ করে দেখা হচ্ছে।

জঙ্গির পরনে ছিল পাকিস্তনি জার্সি (Bondi Beach Attack)

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ–এর একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, দুই জঙ্গিদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে। দুই জঙ্গির সম্পর্ক হল বাবা-ছেলে। নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার মাল ল্যানয়নের বক্তব্যের সূত্র জানা গিয়েছে, “সন্দেহজনক জঙ্গির নাম নাভেদ আক্রম (Bondi Beach Attack)। তবে এখনও পর্যন্ত তার মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে বলা যায়নি। তবে সিডনির আল-মুরাদ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে নাভেদ। তদন্তকারী অফিসারদের কাছে একাধিক ছবি ধরা পড়েছে। তবে এই জঙ্গির পরনে পাকিস্তনি একটি জার্সি ছিল। সেই ছবি এখন প্রকাশ্যে এসেছে।” অপর দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জেরুহজালেম পোস্ট ও নাভেদকে পাকিস্তানি বলে উল্লেখ করেছে। বিভিন্ন পরিচয়ের সূত্রে ধরে এখন অস্ট্রেলিয়ার তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করেছেন। ভারতেও গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিরা হামলা করেছিল। ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে ২৬ জন ভারতীয়কে নৃশংস ভাবে হত্যা (Australia Gunmen Attack) করেছিল।

তল্লাশি এবং ফরেনসিক পরীক্ষা

আবার পুলিশ জানিয়েছে হামলার স্থল (Bondi Beach Attack) থেকে একটি গাড়ির ভিতরে বিস্ফোরক পাওয়া গিয়েছে। আশেপাশের বেশ কিছু সন্দেহজনক বস্তুকে তল্লাশি করে দেখা হচ্ছে। সম্পূর্ণ এলাকাকে ঘিরে রেখে তল্লাশি এবং ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। তবে সূত্র ধরে নিউ সাউথ ওয়েলসের বনিরিগ এলাকায় অবস্থিত নাভেদ আক্রমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় তৃতীয় কোনও বন্দুকবাজের ভূমিকা থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই সব নিশ্চিত করে বলা সম্ভব নয়। আবার অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এএসআইও প্রধান মাইক বার্জেস জানিয়েছেন, হামলাকারীদের (Australia Gunmen Attack) পরিচয় এবং সমাজে তাদের মতো একই উদ্দেশ্য নিয়ে আর কেউ সক্রিয় আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে দুজনের মধ্যে একজন পরিচিত বলে জানা গিয়েছে।

ইহুদিদের উপরে হামলা তিনগুণ বৃদ্ধি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ২ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার অস্ট্রেলিয়ার ১ লক্ষ ১৭ হাজার ইহুদির বসবাস রয়েছে। তাদের মধ্যে অধিকাংশ থাকে নিউ সাউথ ওয়েলসে। তবে গত কয়েক বছরে ইহুদি বিদ্বেষ সীমা ছাড়িয়েছে, এমন অভিযোগও পাওয়া গিয়েছে। সরকারের অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় নিযুক্ত বিশেষ দূত জিলিয়ান সেগাল গত জুলাইতে বলেছিলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণের পরে অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপরে হামলা (Australia Gunmen Attack) তিনগুণ বৃদ্ধি পেয়েছে।” বন্ডি বিচে (Bondi Beach Attack) এই হামলার ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে এখন শোকের ছায়া। তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই সমানে আসছে নতুন নতুন তথ্য। আতঙ্কের পরিবেশ এখনও গোটা দেশে বর্তমান।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share