ED: এমাসেও দুবাই যাওয়ার কথা ছিল বাকিবুরের! উদ্ধার হওয়া খাতায় কী পেল ইডি?

বাকিবুরের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ! কী বললেন ইডি-র আইনজীবী?
ED_(7)
ED_(7)

মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি কাণ্ডে সদ্য ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। সোমবার তাকে আদালতে পেশ করে ইডি জানিয়েছে, বারবার দুবাই যেতেন তিনি। কেন তিনি এতবার বিদেশ ভ্রমণ করতেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ইডি আধিকারিকরা। কিছু কথা সূত্রের খবর, চলতি মাসেও দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল বাকিবুরের। কেন সে দুবাই যেত তা তদন্ত করে দেখছে ইডি-র আধিকারিকরা।

বাকিবুরের কাছে উদ্ধার হওয়া খাতায় কী রয়েছে? (ED)

ইডি সূ্ত্রে জানা গিয়েছে, বাকিবুরের কৈখালির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটি টাতার বেশি বিনিয়োগের হদিশ পেয়েছে ইডি। এমনকী প্রচুর সরকারি স্ট্যাম্প পাওয়া গিয়েছে সেখানে। ইডি (ED) নিশ্চিত, সরকারি আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ করেই কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন বাকিবুর। তল্লাশি চালিয়ে একটি রেজিস্টার বুক উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে রেশনের খাদ্যসামগ্রী সংক্রান্ত নানা হিসাব লেখা রয়েছে। কোন জায়গায় কী কী সামগ্রী পাঠানো হয়েছে, কোন কোন ডিস্ট্রিবিউটর বা ডিলার কতটা রেশনের সামগ্রী পেয়েছেন, এই ধরনের হিসাব রয়েছে খাতাটিতে। খাতায় বেশ কয়েকটি স্বাক্ষরও রয়েছে। ইডির দাবি, পশ্চিমবঙ্গের পাশাপাশি বেঙ্গালুরু, এমনকী বিদেশেও হোটেল খুলেছেন তিনি। বেশ কয়েকটি রাইস মিল, ফ্লাওয়ার মিলের পাশাপাশি রিসর্ট, পানশালাও রয়েছে তাঁর। তবে, যেভাবে বাকিবুরের কৈখালির ফ্ল্যাট থেকে একশোর বেশি রাজ্য সরকারের একাধিক দফতরের স্ট্যাম্প অর্থাৎ সিলমোহর পাওয়া গিয়েছে, তা স্তম্ভিত করেছে ইডি আধিকারিকদের। সরকারি স্ট্যাম্প কীভাবে তাঁর ফ্ল্যাটে এল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। তাই ইডি নিশ্চিত, সরকারি আধিকারিকদের একাংশ রেশন দুর্নীতিতে সরাসরি যুক্ত। বাকিবুরের বিভিন্ন রাইস মিল, ফ্লাওয়ার মিলের পাশাপাশি কৈখালির ফ্ল্যাটে গত বুধবার সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এরপর শুক্রবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়। বাকিবুরের একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি অভিযান।

কী বললেন ইডি-র আইনজীবী?

ইডির (ED) আইনজীবী বিষয়টি নিয়ে বলেন,‘এঁরা হয়তো মনে করতেন, কেউ তাঁদের ছুঁতে পারবে না।’পুলিশের মামলার পরেও এটা নিজেদের হাতে লিখে রাখত, কোথায় কত কী সরানো হয়েছে। এখানেই শেষ নয়, বাকিবুরের সঙ্গে আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এই পরিস্থিতিতে বাকিবুরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে মনে করছে ইডি।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles