Bhopal: জাহাঙ্গিরাবাদে মুসলমান-শিখদের মধ্যে পাথর-ইট-তলোয়ার নিয়ে ব্যাপক সংঘর্ষ! তীব্র উত্তেজনা

Bhopal

মাধ্যম নিউজ ডেস্ক: গত ২৪ শে ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) জাহাঙ্গিরাবাদের পুরাতন গাল্লা মান্ডিতে মুসলমান এবং শিখ সম্প্রদায়ের (Muslims and Sikh clashe) মধ্যে একটি হিংসাত্মাক ঘটনা ঘটেছে। দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একে অপরের বিরুদ্ধে তুমুল পাথর-ইট বর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে, ধরালো তরবারির আঘাতে নারীসহ একাধিক মানুষ ঘটনাস্থলে আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিরাট পরিমাণে পুলিশ পাঠানো হয়। ইতিমধ্যে গ্রেফতার ৩। 

ঘটনার সূত্রপাত ২ দিন আগেই (Bhopal)!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দিন আগে ভোপালের (Bhopal) ওই এলাকায় শিখ ও মুসলমানদের (Muslims and Sikh clashe) মধ্যে একটি গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর তা বিতর্কিত ইস্যুতে পরিণত হয়। পরে ঢিল ছোড়ার খবর ছড়িয়ে পড়লে পুনরায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে নিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। ডিসিপি পুলিশ কমিশনার প্রিয়াঙ্কা শুক্লা বলেন, “পাঁচ অপরাধীকে হেফাজতে নেওয়া হয়েছে। তলোয়ার বহনকারীরা ক্যামেরায় যারা ধরা পড়েছে, তাদের দ্রুত গ্রেফতার করা হবে।”

গ্রেফতার ৩

ঘটনা ঘটেছিল গত ২২ ডিসেম্বর সন্ধ্যায়। সূত্রপাত হয়েছিল, ফয়েজ নামে একজন মুসলিম যুবকের প্রধানত শিখ (Muslims and Sikh clashe) অধ্যুষিত এলাকায় (Bhopal) উচ্চ গতিতে একটি বাইক চালানোর ঘটনাকে ঘিরে। এরপর সেই যুবকটিকে বাইকের গতি নিয়ে সতর্ক করতে গেলে বচসা বাঁধে। এর ফলেই শুরু হয় সংঘর্ষ। প্রথমে ওই যুবক একটি সবজির গাড়ি থেকে একটি ছুরি বের করে এবং সামনের অপর একজন শিখকে আক্রমণ করে। ঘটনায় ৫ জন আসামীর বিরুদ্ধে একটি প্রাথমিক মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ফয়েজ-সহ আরও তিনজনকে গ্রেফতার করাও হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে বাকি দুজন বর্তমানে পলাতক।

তালোয়ার, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ

এই ঘটনার পর ফের ২৪ ডিসেম্বর সকালে, শিখ (Muslims and Sikh clashe) সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয় এবং মাইকেল নামে এক মুসলিম দুষ্কৃতীকে পাকড়াও করে। তারপর সকলে গুরুদোয়ারায় (Bhopal) জড়ো হয়। অনেকেই বলেন, আক্রমণকারীরা হাতে তালোয়ার, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছিল। ধারালো অস্ত্রে আঘাতে অনেকই জখম হয়ে পড়েছিল। পরিস্থিতি দেখতে দেখতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তেজিত দুই পক্ষের বিশাল জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ইতিমধ্যে চারজন পুলিশ কর্মী আহত হন গুরুতর আঘাতে। পরবর্তীতে পুলিশ সিসিটিভির সাহায্যে তলোয়ার নিয়ে আক্রমণকারী এবং পাথর নিয়ে হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তল্লাশি শুরু করে।

মুসলমানরা আমাদের পাগড়িকে অসম্মান করেছে

এলাকার এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে বলেন, “এই জাহাঙ্গিরাবাদ এলাকা হল একটি বৃহত্তর মুসলিম পাড়া (Bhopal), এখানে শিখ (Muslims and Sikh clashe) এবং হিন্দুরা দোকান ভাড়া দিয়ে থাকেন। অপর দিকে ভাড়াটেদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হল মুসলমান সম্প্রদায়। কয়েকদিন আগেও একটি দোকানে ভাড়ার টাকা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল।” আবার শিখ পক্ষের তরফে অপর এক ব্যক্তি বলেন, “আমরা দাবি করি যে মুসলমানরা আমাদের পাগড়িকে অসম্মান করেছে, যার ফলে হাতাহাতি হয়েছে।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share