BSF: বাংলাদেশে লুট হওয়া অস্ত্রে ভারতে হামলার ছক! সীমান্তে অ্যালার্ম বসাল বিএসএফ

BSF_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ (Bangladesh)। হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে। বাংলাদেশের অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের ভারতে হামলার ছক রয়েছে।  এই পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের। এর পরেও ঘটছে সীমান্তে অনুপ্রবেশ। দুদিন আগেই হলদিবাড়িতে এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ার পরে উঠছে প্রশ্ন। নজরদারি বাড়াতে আরও উদ্যোগ নিল বিএসএফ (BSF)।

‘ইনফ্রারেড ইনট্রুডার অ্যালার্ম’- কী?(BSF)

বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, সীমান্তে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে ‘ইনফ্রারেড ইনট্রুডার অ্যালার্ম’ ব্যবস্থায় নজরদারি শুরু করা করেছে। বিএসএফ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মেখলিগঞ্জ সীমান্তের মতো উন্মুক্ত সীমান্তের কয়েকটি জায়গায় ‘ইনফ্রারেড ইনট্রুডার অ্যালার্মও’ ব্যবহার করা হচ্ছে। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ৪০ নম্বর ব্যাটেলিয়নের অধীনে কুচলিবাড়ি পঞ্চায়েতের কলসীপাড়া, বিআরকে বাড়ি-সহ কয়েক কিলোমিটার সীমান্তে ওই ব্যবস্থা চালু করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসানো হয়েছে ওই যন্ত্র। বিএসএফ জানিয়েছে, ওই যন্ত্র থেকে ‘ইনফ্রারেড আলো’ বের হয়। আপাতদৃষ্টিতে অদৃশ্য সেই আলোক রশ্মি কোনও প্রাণী বা বস্তুতে ‘বাধাপ্রাপ্ত’ হলে বিএসএফের শিবিরে থাকা স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে উঠবে। তাতে সতর্ক হবেন জওয়ানেরা। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি, ব্রিগেডিয়ার বিজয় মেহতা বলেন, “অত্যন্ত স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি চালাতে এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। তাতে যথেষ্ট সাফল্যও মিলছে।” বিএসএফের স্থানীয় আধিকারিকরা জানান, কুচলিবাড়ির প্রায় ১৭-১৮ কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরা ও বিশেষ সেই নজরদারি ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। বাকি এলাকাগুলিতেও তা বসানো হবে।

লুট হওয়া অস্ত্র নিয়ে ভারতে হামলার ছক!

অনুপ্রবেশের আশঙ্কা দিন দিন বাড়ছে মালদা-সহ ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক এলাকায়। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। জানা যাচ্ছে, বাংলাদেশের অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে ভারতে। আর তা মালদা সীমান্ত হয়ে ভারতে ঢোকার জোর সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। আর এই সমস্ত সীমান্ত (BSF) দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদব নগর, আইহো সহ একাধিক এলাকার বাসিন্দাদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তাঁরা আতঙ্কে রয়েছেন। সূর্য ডুবলেই কেউ আর বাড়ির বাইরে বের হচ্ছেন না বলেই জানিয়েছেন তাঁরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share