CBI: সমবায় দুর্নীতি কাণ্ড! আলিপুরদুয়ার শহরে ১৫টি জায়গায় সিবিআই তল্লাশি

আলিপুরদুয়ার শহরজুড়ে সিবিআই তল্লাশি, কেন জানেন?
CBI_(1)
CBI_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী সহ বারাকপুর মহকুমার একাধিক পুর চেয়ারম্যানের বাড়িতে ইডি হানা দেয়। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছুনথি। সেই জের মিটতে না মিটতেই এবার আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির প্রায় ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই (CBI)। শনিবার সকাল থেকে শহরজুড়ে শুরু হয়েছে সিবিআইয়ের তল্লাশি।

সাত সকালেই সিবিআই হানা (CBI)

শনিবার সকাল ছটা নাগাদ শিবের তদন্তকারীরা ডিআরএম অফিস সংলগ্ন এলাকায় যান। সেখান থেকে দলে দলে ভাগ হয়ে তাঁরা এদিন মূলত সমবায়ের সঙ্গে যুক্ত কর্মচারীদের বাড়িতে গিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ  শুরু করেন। আর্থিক ওই তছরূপের মামলায় আগে সিবিআই (CBI) এর  তদন্তকারীরা প্রতারিতদের সঙ্গে কথা বলেছেন। সমবায়ের ম্যানেজার তৃপ্তিকনা চৌধুরী সহ শহরের সূর্য নগর এলাকায় কয়েকটি বাড়িতে ওই তল্লাশি অভিযান চলছে। সমবায়ের কর্মী  আধিকারিকদের বাড়িতে গিয়ে তাঁদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই এর কর্তারা। সিবিএর ওই তদন্তকারী দলে মহিলা সদস্যরাও রয়েছেন।

প্রতারিতদের কী বক্তব্য?

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির প্রায় ২১ হাজার আমানতকারী তাঁদের টাকা গচ্ছিত রেখে প্রতারিত হয়েছেন। আগে এ নিয়ে প্রতারণার একটি অভিযোগ আলিপুরদুয়ার থানায় করেছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা আরটিআই কর্মী অলোক রায়। অভিযোগের ভিত্তিতে প্রথমে পুলিশ পরে সিআইডি তদন্ত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দারস্থ হন কল্পনা দাস সরকার নামে এক প্রতারিত মহিলা। আদালতের নির্দেশে সম্প্রতি ওই মামলায় সিবিআই ও ইডির তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর্থিক তছরূপের  ওই মামলায় তদন্তকারীরা সমবায় সংস্থার ম্যানেজার থেকে কর্মীদের বাড়ি ছাড়াও শহরের এক প্রভাবশালী ঠিকাদারের বাড়িতে গিয়েও তাঁকে দীর্ঘক্ষন জিজ্ঞাসা বাদ করেছেন। এদিন সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সমবায় সংস্থার সঙ্গে জড়িত এবং যাদের সঙ্গে ওই সংস্থার আর্থিক যোগ ছিল তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। শহর জুড়ে অন্তত ১৫ টি জায়গায় এদিন  একসঙ্গে  সিবিআইয়ের (CBI) এই তল্লাশি অভিযান চলেছে। আলিপুরদুয়ার শহরের সূর্যনগর বিধানপল্লি এলাকার অনেকের বাড়িতে এদিন গিয়েছেন তদন্তকারী অফিসাররা। প্রতারিতদের বক্তব্য, আমাদের গচ্ছিত টাকা ফেরতের ব্যবস্থা করলে ভাল হয়।  

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles