মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর (SIR) শুরুর আগেই কমিশন শোকজ করল একাধিক বিএলওকে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এদিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য ব্লক স্তরের অফিসারদের কাজ দেওয়া হয়েছে। কিন্তু অনেক সরকারি কর্মীরা এই কাজে আগ্রহ দেখাচ্ছেন না। নিজের নিজের দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করায় নির্বাচন কমিশন (Election Commision) কারণ জানতে চেয়ে শোকজ করেছে। অপর দিকে এসআইআর-এর কাজে গেলে উপযুক্ত নিরাপত্তার দাবিও তুলতে শোনা গিয়েছে কর্মীদের মুখে।
হুমকিকে শক্ত হাতে দমন করা হবে (SIR)
রাজ্যে এসআইআর (SIR) নিয়ে প্রথম থেকেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের অনেক নেতামন্ত্রীরা রাজ্য সরকারের কর্মচারীদের প্রকাশ্যে ভয় দেখিয়েছিলেন। পাল্টা নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর-এর কাজকে থমকে রাখেনি। তালিকা সংশোধনের কাজে গতিকে বাড়াতেই কোনও রকম আপস নয় বলে সাফ জানিয়েছে কমিশন। কিন্তু বিএলও-দের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শতাধিক বিএলও কাজ করতে চাইছেন না। কমিশন (Election Commision) স্পষ্ট জানিয়েছে, কারণে যদি সন্তোষ জনক না হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এক উচ্চ কর্তা অবশ্য জানিয়েছেন, বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। যদি কোনও রকম রাজনৈতিক হিংসার হুমকি আসে তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে। আর যদি তাতেও কাজ না করতে চান, তাহলে কমিশনের নির্দেশ অমান্য করা হবে বলে ধরা হবে।
কমিশন আরও সক্রিয়
এই রাজ্যে বিএলওদেরকে (SIR) শাসক দল তৃণমূল আগেই হুমকি দিয়ে রেখেছে, বেশ কিছু এলাকায় নাম তোলা নিয়ে বিএলওদের চাপের মুখেও ফেলা হয়েছে। তবে কর্মীদের মধ্যে একাংশের অভিযোগ খোদ কলকাতা, কসবা, খিদিরপুর, গুলশান কলোনির মতো এলাকায় প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আসলে ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে গেলেই শাসকদলের রোষের মুখে পড়তে পারেন। তাই স্থান বিশেষে চাপের মুখে রয়েছে বিএলওরা। এই অবস্থায় কমিশনের (Election Commision) কাছে নিরাপত্তার দাবিও জানিয়েছে। ফলে কমিশনের শোকজের নোটিশ বিরাট তাৎপর্যবাহী বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ এসআইআর নিয়ে রাজ্য সরকারের চেয়ে বেশি সক্রিয় ভূমিকায় নির্বাচন কমিশন।
Leave a Reply