Donald Trump: ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় ছোঁয়া, বাজবে শিবম গ্রুপের ঢোল-তাসা

Untitled_design(1092)

মাধ্যম নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ নেবেন আজ সোমবার। অনুষ্ঠান হবে ভারতীয় সময় রাত ১০টা ৩০ নাগাদ। দ্বিতীয় বারের জন্য মার্কিন দেশের কুর্সিতে বসতে চলেছেন ট্রাম্প। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শোনা যাবে ভারতীয় ঢোল-বাজনার আওয়াজ। জানা যাচ্ছে, ট্রাম্পের  শপথ গ্রহণে ঢোল বাদ্যিতে মুখরিত হবে ক্যাপিটল রোটান্ডা। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে শিবম ঢোল তাসা গ্রুপ। দলটিতে রয়েছেন ৩০ জন যুবক-যুবতী (Indian Dhol Tasha)। এই গ্রুপই এবার আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবে।

২০১৪ সালে তৈরি হয় এই গ্রুপ

দলের সদস্যদের পোশাক বিধিও রয়েছে। সাদা কুর্তা, হলুদ জ্যাকেট ও পাগড়ি। এই পরেই শিবম গ্রুপকে পারফর্ম করতে দেখা যাবে। মার্কিন সেনা, মেরিন, নেভি, এয়ারফোর্স ও আমেরিকার কোস্ট গার্ড প্লাটুনের কুচকাওয়াজ চলবে। সেখানেই হাঁটতে দেখা যাবে এই দলকে। জানা গিয়েছে, মার্কিন দেশে কর্মসূত্রে থাকা যুবক-যুবতীরা ২০১৪ সালে শুরু করে এই গ্রুপ।

২০১৯ সালেও পারফর্ম করে এই দল

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে এই দলকে পারফর্ম করতে দেখা গিয়েছে। ওই বছরে হিউস্টনে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেই সময় এই গ্রুপ পারফর্ম করেছিল। গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা হরিশ নেহাতে সংবাদমাধ্যমকে বলেন, “ভারতের প্রতিনিধিত্ব ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাই দেবে। আমরা টেক্সাসে গরম আবহাওয়ায় পারফর্ম করতে অভ্যস্ত। ওয়াশিংটনে এখন সাব-জিরো তাপমাত্রা চলছে। এই প্রতিকূল পরিবেশেই আমাদের পারফর্ম করতে হবে।”

নৈশভোজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা গেল আম্বানি দম্পতিকে

ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। শপথগ্রহণের পূর্বে নৈশভোজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের দেখা গিয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষ আমন্ত্রণ পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী দীপিকা দেশওয়াল। কোভিড-১৯ অতিমারীর সময়ে, জনসেবার কারণে তাঁর নাম উঠেছিল ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share