ED: জ্যোতিপ্রিয় সম্পর্কে তথ্য পেতে ১০ পুরসভার চেয়ারম্যানকে জেরা করবে ইডি?

1698321597_jyoti-minister

মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর (ED) সম্পর্কে তথ্য পেতে এবার উত্তর ২৪ পরগনার ২৭টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এক সময় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সর্বময় কর্তা ছিলেন জ্যোতিপ্রিয়। এই পুরসভাগুলির কর্তাদের সঙ্গে তাঁর সুসম্পর্কও ছিল। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করে জ্যোতিপ্রিয় সম্পর্কে আরও কংক্রিট তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

বেড়েছে সম্পত্তির বহর

নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই একাধিকবার জেরা করা হয়েছে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে। এই পুরসভার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির স্ক্যানারে রয়েছে উত্তর ২৪ পরগনার ২৭টি পুরসভা। তাঁদের কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে ইডি। ইডি (ED) জেনেছে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের একটা বড় অংশের সম্পত্তির পরিমাণ এক লপ্তে অনেকখানি বেড়েছে তৃণমূল জমানায়। এঁদের অনেকেই জ্যোতিপ্রিয়র হাত ধরে পৌঁছেছেন ক্ষমতার ভরকেন্দ্রে। তার জেরেই এঁদের সম্পত্তি উঠেছে ফুলেফেঁপে। কীভাবে তাঁরা এত সম্পত্তির মালিক হলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গেই বা তাঁদের সম্পর্ক কী রকম, এই পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জেরা করে এসবই জানতে চাইতে পারে ইডি।

জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগসূত্র

ইতিমধ্যেই যেসব পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরকে জেরা করা হয়েছে, তাঁদের সঙ্গে জ্যোতিপ্রিয়র যোগসূত্র রয়েছে বলেই অনুমান ইডির কর্তাদের। তাঁরা এমন ১০টি পুরসভার হাজার দেড়েক কর্মীর সন্ধান পেয়েছেন, যাঁরা আদতে প্রভাবশালীদের ধরে কিংবা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। ইডির আধিকারিকরা পুরনিগম দফতরের কাছে ফের ওই ১০টি পুরসভার সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন। ইডির দাবি, যে কটি পুরসভার নাম আপাতত জানা যাচ্ছে, তার সিংহভাগই উত্তর ২৪ পরগনার। যেটি আবার জ্যোতিপ্রিয়র জেলা নামেই পরিচিত। এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয়র ভালই প্রভাব ছিল।

আরও পড়ুুন: বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর ডেরা সহ একাধিক জেলায় হানা ইডির, কোথায় কোথায় জানেন?

তবে নিয়োগ কেলেঙ্কারি এবং রেশন বণ্টন কেলেঙ্কারির তদন্ত একযোগে চললেও, তদন্ত হচ্ছে (ED) আলাদা আলাদাভাবে। প্রসঙ্গত, রাজ্যে পুরসভা রয়েছে ১২২টি, পুরনিগম ৭টি। এর মধ্যে নিয়োগ কেলেঙ্কারির তালিকাভুক্ত হয়েছে প্রায় ৭০টি পুরসভা। এর মধ্যে সব চেয়ে বেশি অনিয়ম হয়েছে ১০টিতে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share