SIR: ‘মঙ্গলগ্রহ হোক বা আন্টার্কটিকা যেখানে খুশি মিছিল করুন মমতা, এসআইআর হচ্ছেই’: শমীক

increase in voter turnout is unusual with population growth shamik bhattacharya slams mamatas opposition to sir

মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের মিছিলকে শমীকের কটাক্ষ। মঙ্গলবার এসআইআর-এর (SIR) প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করেছে তৃণমূল। সেই মিছিলে হাঁটবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মিছিলে আবার পা মেলাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি রাজ্যের ভোটার সংখ্যার বৃদ্ধিকে গুরুতর সমস্যা বলে উল্লেখ করেছেন। তাঁর সাফ কথা, এরাজ্যে জনসংখ্যা বৃদ্ধি হারের তুলানায় ভোটার তালিকায় নাম বৃদ্ধি অস্বাভাবিক ভাবে হয়েছে।

দুর্নিতিকে ভোলাতেই এসআইআর বিরোধী আন্দোলন (SIR)!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর (SIR) বিরোধিতার মিছিলকে তোপ দেগে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দিঘা থেকে নামতে পারেন, মঙ্গলগ্রহে মিছিল করতে পারেন, আন্টার্কটিকা থেকে করতে পারেন। মুম্বইয়ের জুহু বিচে করতে পারেন। যেখানে যেমন খুশি মিছিল করতে পারেন কিন্তু এসআইআর তো হবেই। এসআইআর বিরোধী মিছিলের একটাই উদ্দেশ্য সীমাহীন দুর্নীতি, তৃণমূলের অবাধ লুটপাট, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, বগটুইয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা আরও নানা অপকর্মকে ঢাকতে চাওয়া। সব কিছুর মূলে মমতা নিজেই।”

মানুষ চায় একটাই নির্ভুল তালিকা

জনসংখ্যার তুলনায় ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে কটাক্ষ করে শমীক (Samik Bhattacharya) বলেন, “২০০১ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ৮.০২ কোটি। ২০২৫ সালে দাঁড়িয়েছে প্রায় ১০.৫৬ কোটি। মোট বৃদ্ধি ২.৫৪ কোটি (৩১.৭%)। তবে ভোটার তালিকার সংখ্যার গল্প আলাদা। ২০০২ সালে ভোটার ছিল প্রায় ৪.৫৮ কোটি, ২০২৫ সালে হয়েছে ৭.৬৪ কোটি। যার বৃদ্ধির পরিমাণ ৩.০৬ কোটি (৬৭%)। ভোটার সংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির তুলনায় অনেক বেশি। যদি ধরে নিই বাংলাদেশে গত ২০ বছরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে। ধরে নিলাম এই কমে যাওয়া পুরো সংখ্যাটাই ভারতে এসেছে তবুও এতো বাড়তি ভোটারকে বিশ্লেষণ করা যায় না। তবে স্বচ্ছ ভোটার তালিকা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, এটা নাগরিকের অধিকার। মানুষ চায় একটা নির্ভুল তালিকা (SIR), সঠিক ভোট আর প্রকৃত গণতন্ত্র।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share