KMC:  ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়, সোচ্চার বিজেপি

কলকাতা পুরসভায় ঘাটতি বাজেট পেশ...
kmc
kmc

মাধ্যম নিউজ ডেস্ক:  ২০২৪-২৫ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা পুরসভায় (KMC)। এদিন মেয়র ফিরহাদ হাকিম এই ঘাটতি বাজেট পেশ করেন। ইতিমধ্যে এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার হয়েছে বিজেপিও। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘নাগরিক পরিষেবার কোনও সমস্যা হবে না বলছেন মেয়র। কিন্তু উনি তো টাকা ছাপাতে পারবেন না। টাকা আসবে কোথা থেকে?’’

আয় কমেছে কলকাতা পুরসভার

প্রসঙ্গত, গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। এবার তা হল ১১২ কোটি! চলতি অর্থবর্ষে মেয়র ফিরহাদ হাকিম বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা। ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। অন্যদিকে, কলকাতা পুরসভার (KMC) আয়ও কমে গিয়েছে। গত বছরই প্রায় ৪,৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু শনিবার দেখা যায়, আয়ের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে পুরসভার। যা যথেষ্ঠ চিন্তার বিষয় বলেই মনে করছেন অনেকে।

পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মীদের একাংশ 

অন্যদিকে এদিন বাজেট পেশের আগে কলকাতা পৌরনিগমের (KMC) কর্মীদের একাংশ সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন। তাঁদের হুঁশিয়ারি, হেলথ স্কিমের আওতায় কর্মীদের না আনলে এপ্রিল মাস থেকে পুরসভা অচল করে দেবেন। কর্মীদের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে আমাদের । পাশাপাশি গ্রাচুরিটি ও পেনশন নিয়মিত করতে হবে । এবছরেও আমাদের এই বিষয়গুলো জন্য আর্থিক বরাদ্দ বাজেট নেই বলেই শুনেছি । যদি দেখি বাজেট পেশের পরে আমাদের সমস্যা সুরাহার কোনও পথ বের হয়নি, তাহলে নতুন অর্থবর্ষের শুরু থেকেই কর্পোরেশন অচল করব আমরা । পরিষেবায় প্রভাব পড়লে, তার দায় নিতে হবে প্রশাসনকে । নাগরিকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী ।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles