চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে।
২) অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে।
৩) নতুন জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে।
বৃষ
১) অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন।
২) প্রেমের জন্য আজকের দিনটি খুব ভাল।
৩) আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন।
মিথুন
১) কাজের ক্ষেত্রে আজ ভালো দিন, প্রচুর সুযোগ আসবে।
২) প্রেমে কষ্ট বাড়তে পারে।
৩) বুঝে, শুনে কথা বলুন।
কর্কট
১) সব কাজেই সুনাম পেতে পারেন।
২) জীবনে নতুন প্রেম আসবে।
৩) ধৈর্য ধরে কাজ করুন, আপনার আশা পূরণ হবে।
সিংহ
১) আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো।
২) অফিসে কাজের জন্য সুনাম পাবেন।
৩) অকারণ চিন্তা থেকে দূরে থাকুন।
কন্যা
১) বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি দারুণ।
২) আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে।
৩) আজ একটু চাপে থাকবেন।
তুলা
১) আজ শরীর ভালো থাকবে।
২) পড়াশোনা বা নিজের কাজে মন দিন।
৩) বন্ধুদের এড়িয়ে চলুন।
বৃশ্চিক
১) মূল্যবান জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা।
২) সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটান।
৩) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।
ধনু
১) সামান্য জিনিসে সময় নষ্ট করবেন না।
২) সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
৩) বাড়িতে অশান্তির সম্ভাবনা।
মকর
১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।
২) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।
৩) স্বাস্থ্য নিয়ে যত্নশীল হন।
কুম্ভ
১) স্বামী-স্ত্রীয়ের মধ্যে ভালো সম্পর্ক।
২) কাউকে ঋণ দেবেন না।
৩) শরীর নিয়ে সতর্ক হোন, ভ্রমণে যেতে পারেন।
মীন
১) জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন।
২) সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবুন।
৩) সময়ের সঙ্গে ভালো দিন আসছে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

Leave a Reply