Pakistan: ফের ভারত বিরোধী জঙ্গি খতম পাকিস্তানে! গুলিতে নিহত রাজৌরি হামলার মাস্টারমাইন্ড কাতাল

Lashkar e Taiba terrorist Abu Qatal mastermind of Rajouri attack shot dead in Pakistan

মাধ্যম নিউজ ডেস্ক: ফের অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হামলায় পাকিস্তানে (Pakistan) খতম ভারত বিরোধী জঙ্গি। নিহত লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল। জানা গিয়েছে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রথম সারিতেই ছিল এই জঙ্গির নাম। ২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত কাতাল। তার সঙ্গে মিলে একাধিক হামলা পরিচালনাও করেছিল কাতাল। জম্মু ও কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ছিল কাতালের নাম। শনিবার রাতেই পাকিস্তানে মৃত্যু হল কাতালের।

পাকিস্তানে (Pakistan) একাধিক নাম নিয়ে ঘুরত এই কুখ্যাত ভারত বিরোধী জঙ্গি

একাধিক সংবাদমাধ্যমে দাবি, শনিবার পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ছিল কাতাল। গাড়ি করে যাওয়ার সময়েই কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। কাতালের পাশাপাশি তার গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কাতালের খুনের পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, পাকিস্তানে (Pakistan) একাধিক নাম নিয়ে ঘুরত এই কুখ্যাত ভারত বিরোধী জঙ্গি কাতাল। ফয়সল নাদিম, কাতাল সিন্ধি নামেও তাকে ডাকা হত। গতকাল শনিবার রাতে তার দেহ উদ্ধার করা হয় ঝিলামের ডিনা এলাকা থেকে। জানা গিয়েছে, কাতালকে লস্কর-ই-তৈবার (Lashkar E Taiba) প্রধান অপারেশনাল কমান্ডার হিসাবে নিযুক্ত করে হাফিজ।

জম্মু-কাশ্মীরে একাধিক হামলার নেপথ্যে ছিল কাতাল

গত বছরের ৯ জুন রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয়েছিল। সূত্রের খবর, কাতালই সেই হামলার পরিকল্পনা এবং পরিচালনা করে। এ ছাড়াও, ২০২৩ সালে রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলার অন্যতম চক্রী ছিল কাতাল। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র এই সংক্রান্ত চার্জশিটে রয়েছে কাতালের নাম। কাতালের পরিকল্পনায় (Lashkar E Taiba) রাজৌরির গ্রামে যে হামলা চালানো হয়, তাতে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছিল। এনআইএ-র চার্জশিটে উল্লেখ করা হয়, কাতাল তার সঙ্গীদের নিয়ে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে হামলার জন্য লস্কর জঙ্গিদের পাকিস্তান (Pakistan) থেকে পাঠাত।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share