Lok Sabha Election 2024: উত্তরবঙ্গে একইদিনে অমিত-রাজনাথ, ভোট-প্রচারে সভা দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদে

amit-shah-rajnath-singh-1559808498

মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটের পর ফের উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফার ভোট পর্ব (Lok Sabha Election 2024) মিটতেই দ্বিতীয় দফার প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। রবিবারই দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন অমিত। ওই দিনই অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও। দার্জিলিঙের পাশাপাশি মুর্শিদাবাদ, মালদাতেও সভা করবেন রাজনাথ।

অমিত শাহের সভা

দার্জিলিং লোকসভা (Lok Sabha Election 2024) আসনে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। এ বার তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। দ্বিতীয় দফায়, ২৬ এপ্রিল সেখানে ভোট রয়েছে। তার আগে পাহাড়ে সভা করতে আসছেন অমিত। রাজ্যে এর আগে বালুরঘাটে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক প্রেক্ষিতে দার্জিলিং বেশ গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের পাশাপাশি রয়েছে পৃথক রাজ্যের বিষয়টিও। সাধারণত দেখা যায় দার্জিলিঙে একই প্রার্থীকে দু’বার ভোটের টিকিট দেওয়া হয় না৷ কিন্তু মিথ বদলে এবারেও রাজু বিস্তাতে টিকিট দিয়েছে গেরুয়া শিবির ৷

রাজনাথের সভা

এবার ভোট প্রচারে (Lok Sabha Election 2024) এই প্রথম রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনিও সভা করবেন দার্জিলিঙে। তবে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে নয়। দার্জিলিঙের পরে রাজনাথের সভা রয়েছে মালদা উত্তর কেন্দ্রে। গত নির্বাচনী জয়ী খগেন মুর্মুকে এবারও প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনে সভা করবেন রাজনাথ। পরের সভা মুর্শিদাবাদে। এখানে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। গত নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবারও তিনি প্রার্থী। মুর্শিদাবামে বাম প্রার্থী মহম্মদ সেলিম। মুর্শিদাবাদের পাশাপাশি মালদা দক্ষিণ কেন্দ্রের ভোটারদের উদ্দেশেও একই মঞ্চ থেকে বার্তা দেবেন রাজনাথ সিং। মালদা উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তৃতীয় দফায়, ৭ মে।

আরও পড়ুন: আরও চাপে চিন! ফিলিপিন্সে পোঁছল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

রাজ্যে আসতে পারেন যোগী

দ্বিতীয় দফার আগে রাজ্যে নির্বাচনী প্রচারে (Lok Sabha Election 2024) আসছেন বিজেপি’র দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং৷ তালিকায় নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও৷  দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যংয়েরনাথও সভা করবেন শৈলরানি দার্জিলিঙে ৷ তবে তিনি কবে সেখানে সভা করবেন সেই তারিখ এখনও চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি। বিজেপির শীর্ষ নেতাদের অনুমান উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি। তাই বরাবর সেখানে প্রচারে গুরুত্ব দেয় পদ্ম শিবির। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share