Lok Sabha Elections 2024: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

BJP_rally

মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) পঞ্চম দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। রবিবার প্রকাশিত এই তালিকায় যেমন বাদ গিয়েছে পুরানো  কিছু মুখ, তেমনি এসেছেও নতুন।

তালিকায় মানেকা, ঠাঁই হয়নি বরুণের (Lok Sabha Elections 2024)

এই তালিকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর ঠাঁই হলেও, জায়গা হয়নি তাঁর ছেলে বরুণের। নানা সময় মানেকা প্রার্থী হয়েছিলেন পিলিভিট কেন্দ্রে। জয়ীও হয়েছিলেন বেশ কয়েকবার। উনিশের নির্বাচনে এখানে প্রার্থী করা হয়েছিল বরুণকে। আড়াই লাখ ভোটে তিনি হারান সমাজবাদী পার্টির প্রার্থীকে। এবার অবশ্য পিলিভিটে মা কিংবা ছেলে কারও নাম (Lok Sabha Elections 2024) নেই। যদিও মানেকা লড়বেন সুলতানপুর কেন্দ্রে। এবার পদ্ম প্রতীকে লড়বেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রার্থী হচ্ছেন রামায়ণে যিনি রামের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই অরুণ গোভিলও।

প্রার্থিতালিকায় গুচ্ছ চমক

এবার বিজেপির প্রার্থিতালিকায় রয়েছে একগুচ্ছ চমক। উজিয়ারপুরে প্রার্থী হয়েছেন নিত্যানন্দ রাই। বেগুসরাই থেকে লড়ছেন গিরিরাজ সিংহ। পাটনা সাহিবে প্রার্থী হয়েছেন রবিশঙ্কর প্রসাদ। মান্ডিতে কঙ্গনা রানাউত, কুরুক্ষেত্রে নবীন জিন্দাল, মিরাটে অরুণ গোভিল লড়ছেন পদ্ম প্রতীকে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়ছেন তমলুক কেন্দ্রে। বিজেপির অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীরা হলেন সম্বলপুরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভুবনেশ্বরে প্রাক্তন আইএএস অপরাজিতা সারঙ্গি, পুরীতে সম্বিত পাত্র, রাজামপেটে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি, আরাহে কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিংহ, সারানে রাজীব প্রতাপ রুডি এবং পাটলিপুত্রে রামকৃপাল যাদব।

আরও পড়ুুন: ওয়েনাড়ে চ্যালেঞ্জের মুখে রাহুল, বিজেপির প্রার্থী কে জানেন?

বিজেপিতে যোগ দেওয়া জেএমএমের প্রাক্তনী সীতা সোরেনকে প্রার্থী করা হয়েছে দুমকা কেন্দ্রে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার লড়বেন বেলগাঁও থেকে। ওয়েনাড়ে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির কেরালা রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। এবার টিকিট দেওয়া হয়নি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাংওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিংহকে। বিজেপির প্রার্থিতালিকায় নাম রয়েছে হরিয়ানা সরকারের মন্ত্রী রঞ্জিত চৌতালারও। হিসার কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তিনি। এই দফায় বিজেপি ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৯টি কেন্দ্রের প্রার্থীর নামও (Lok Sabha Elections 2024)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share