Suvendu Adhikari: “বদলও হবে বদলাও হবে”, ২০২৬ সালের নির্বাচনে বদলের ডাক শুভেন্দুর

mamata banerjee news change-will-happen-change-will-happen-says-shuvendur-in-his-call-for-change-in-the-2026-elections

মাধ্যম নিউজ ডেস্ক: বদলও হবে, বদলাও হবে। দক্ষিণ ২৪ পরগনার জনসভা থেকে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে সরকারে বসানোর ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনকে সরাতে বদলা নয় বদল চাই বলে ডাক দিয়েছিলেন। কিন্তু একটানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, খুন এবং সম্পত্তি লুট সহ একাধিক দুর্নীতির ইস্যুতে তৃণমূলের অপশাসন এখন চরম শিখরে পৌঁছে গিয়েছে। তাই বিজেপির সভায় বদলা এবং বদলের স্লোগান উঠেছে।

বাংলাকে এখন বাঁচানো দরকার (Suvendu Adhikari)

মমতার (Mamata Banerjee) শাসন রাজ্যবাসীর কাছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এক দিকে লাগাম ছাড়া দুর্নীতি এবং অপর দিকে বিরোধীদের প্রতি হিংসাত্মক আচরণের কারণে শাসক দলের প্রতি জনবিদ্বেষ চরমে পৌঁছে গিয়েছে। মমতাকে আক্রমণ করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধঃপতন হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ এখন সর্বাত্মক ভাবে বিপন্ন। বিকাশবাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলায় পরিবর্তন আনতে হবে। এখানে বদল হবে আবার বদলাও হবে। পশ্চিমবঙ্গ জামাতদের হাতে চলে গিয়েছে। সেই জন্য বাংলাকে এখন বাঁচানো দরকার। ওপারের বাংলাদেশের কালচারকে এইপারেও চালু করতে চাইছেন মমতা। বাংলার রেল প্রকল্প জমি জটে আটকে গিয়েছে। কিন্তু মমতা জমি দেবেন না। ৯১ হাজার কোটি টাকা দিতে চান প্রধানমন্ত্রী। আরও একাধিক বিমান বন্দর গড়তে চেয়েছেন। কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছেন না।”

উন্নয়নকে ধ্বংস করে দিয়েছেন

রাজ্যে গত ১৫ বছরে কোনও কর্মসংস্থান হয়নি। টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তাই এই তৃণমূল সরকারকে সরানো একান্ত আবশ্যক। বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমতা, উদয়নারায়ণপুরে কাজ নেই। বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন লোকজন। এর জন্য দায়ী মমতাই। রাজ্যে শিল্পের বেহাল দশা। পরপর জুটমিল বন্ধ। বাংলায় আয়ুষ্মান ভারতকে লাগু করতে দেননি, উন্নয়নকে ধ্বংস করে দিয়েছেন। রাজ্যের অধঃপতন হয়েছে। তাই পরিবর্তন দরকার। বিজেপি এলে মাফিয়া, সিন্ডিকেট রাজ থাকবে না।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share