Manipur Violence: রাষ্ট্রপতি শাসিত মণিপুরে ‘আল্টিমেটাম’! সাত দিনের মধ্যে অস্ত্র ফেরতের নির্দেশ রাজ্যপালের

Manipur One dead in claim Kuki groups call for shutdown

মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) শান্তি ফেরাতে সক্রিয় কেন্দ্র। হাতে সাতদিন সময়। তার মধ্যেই নির্দেশ মানতে হবে। চূড়ান্ত বার্তা দিয়ে দিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা। হিংসাবিধ্বস্ত মণিপুরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। নতুন কোনও মুখ্যমন্ত্রী বাছাই না করায় বর্তমানে রাজ্যে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। এর মাঝে রাজ্যপাল অজয় ভাল্লা সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দিলেন।

কী বললেন রাজ্যপাল

রাজ্যপাল ভাল্লা জানিয়েছেন, সাত দিনের মধ্যে লুটের অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। তা না-করলে কঠোর পদক্ষেপ করবে প্রশাসন। এই সময়কালের মধ্যে যাঁরা বেআইনি অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন, তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে স্বাভাবিকতা ফেরাতে সম্প্রদায়দের নিজেদের মধ্যে শত্রুতা থামাতে হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে হবে। যদি সাতদিন সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, ২০২৩ সালে মে মাস থেকেই জ্বলছে মণিপুর (Manipur Violence)। সংরক্ষণ নিয়ে ভুল তথ্য ঘিরে কুকি ও মেতেই- দুই জনগোষ্ঠীর মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল, তা বছরের পর বছর ধরে চলছে। হিংসায় এখনও পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

শান্তি ফেরাতে মরিয়া প্রশাসন

বৃহস্পতিবার একটি বিবৃতিতে রাজ্যপাল লিখেছেন, ‘‘মণিপুরের (Manipur Violence) পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার বন্দোবস্ত করতে হবে। এর জন্য সমস্ত সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে। শত্রুতা মনে রাখলে আর চলবে না। শান্তি বজায় রাখতে হবে।’’ রাজ্যপাল আরও বলেন, ‘‘গত ২০ মাসের বেশি সময় ধরে মণিপুরের মানুষ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাস করছেন। মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা স্বেচ্ছায় এগিয়ে আসুন এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিকটবর্তী থানায় জমা দিয়ে যান। আগামী সাত দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করুন। সাত দিন বৃহস্পতিবার থেকে গোনা হবে। মণিপুরে শান্তি ফেরানোর জন্য আপনাদের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share