মাধ্যম নিউজ ডেস্ক: কোথাও পুলিশ, আবার কোথাও বা দুষ্কৃতী দিয়ে তৃণমূলের নেতারা বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে, এই অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি (BJP seeks security in High Court)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামের দুটি ব্লকের পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের বোর্ড গঠনে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছে বিজেপি (BJP seeks security in High Court)।
নন্দীগ্রামে ভালো ফল বিজেপির
পঞ্চায়েত নির্বাচনে সেই নন্দীগ্রামের দুটি ব্লকে ভালো ফলাফল করেছে বিজেপি। কিন্তু তাদের আশঙ্কা, বোর্ড গঠনের আগেই তাদের গ্রেফতার করতে পারে পুলিশ। পুরানো মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। আর তার জেরেই এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি রয়েছে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নন্দীগ্রাম আসন থেকেই গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে জয়ের ধারা অব্যহত রাখতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি।
আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির সামনে গুলি চালিয়ে ছেলেকে অপহরণের চেষ্টা!
বিজেপির দাবি
নন্দীগ্রামের ২টি ব্লকের ১৭টি পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থীদের দাবি বোর্ড গঠনের জন্য তারা যাতে হাজির হতে না পারেন সেজন্য এবার পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপির জয়ী প্রার্থীদের দাবি, আচমকাই পুরানো মামলার ফাইল খুলতে শুরু করেছে পুলিশ। খুঁজে পেতে সেই পুরানো মামলায় তাদের ডেকে পাঠানো হচ্ছে। জয়ী প্রার্থীরা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তাঁদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। মূলত বোর্ড গঠনের আগেই তাদের গ্রেফতার করার জন্য নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেকারণে তাঁরা এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন। শুধু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, নদিয়ার রানাঘাট ১ ব্লক, হবিবপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় একইভাবে বোর্ড গঠনে বিজেপি, সিপিএম, কংগ্রেস আবার কোথাও নির্দল জয়ী প্রার্থীদের বোর্ড গঠনে অংশ নেওয়ার ক্ষেত্রে শাসকদল বাধা দিচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রুজু হয়েছে একাধিক মামলা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours