NIA: সন্ত্রাসবাদী রানাকে দেশে ফেরাতে শীঘ্রই আমেরিকা পাড়ি দেবে এনআইএ-র বিশেষ দল

NIA Team Visit US Extradite Mumbai Terror Conspirator Tahawwur Rana

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সন্ত্রাসবাদী রানাকে প্রত্যর্পণের করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পরে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জানা গিয়েছে মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের পরেই জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA) খুব শীঘ্রই রানাকে ফিরিয়ে আনতে আমেরিকা সফর করবে। এরপরেই ভারতবর্ষে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে।

৫ সদস্যের টিম তৈরি করেছে এনআইএ

এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই তদন্ত প্রক্রিয়া চালাতে ইতিমধ্যেই একটি ৫ সদস্যের টিম তৈরি করেছে তারা। এনআইয়ের (NIA) এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে তদন্তকারী সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পেয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের এক গোয়েন্দা আধিকারিক যশোবর্ধন ঝা আজাদ জানিয়েছেন, যে তাহাবুর রানাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই গোয়েন্দা কর্তা সংবাদমাধ্যমকে আরও বলেন যে সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন রানা, তাঁকে ফিরিয়ে আনা ভারতের জন্য অত্যন্ত বড় সাফল্য এবং কারণ এখানেই তাঁর বিচারপর্ব (NIA) সম্পন্ন হবে।

ট্রাম্প-মোদি বৈঠকের পর ঘোষণা

বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা (Tahawwur Rana)। গত কয়েক বছর ধরে বারবার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও। তাই মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, “২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত, এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি। আমরা এক ভয়ঙ্কর অপরাধীকে ভারতের হাতে তুলে দিচ্ছি।” এদিন ট্রাম্প যে ঘোষণা করেছেন তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি। মুম্বই হামলার অভিযুক্তকে প্রত্যর্পণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাকিস্তানের নাগরিক তাহাউর রানা পেশায় ব্যবসায়ী বলেই জানা যায়। ২০০৮ সালে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় ১৬৪ জনের মৃত্যু হয়, সেই ঘটনায় জড়িত হিসেবে রানার নাম উঠে আসে। এবার সেই রানাকে ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share