North 24 Parganas: চাকরি নেই রাজ্যে! ক্যাফে খুলেছেন গোল্ড মেডালিস্ট গাইঘাটার রাজু

North_24_Parganas_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: অধ্যাপক হওয়ার স্বপ্ন নিয়ে একের পর এক উচ্চশিক্ষার গন্ডী পেরোলেও চাকরি জোটেনি। এক একটা করে সমস্ত আশার দরজা বন্ধ হতে, অধ্যাপক হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দেন তিনি। শেষ পর্যন্ত নিজের চেষ্টায় মোমো, চাউমিন বানানোর ক্যাফে খুলে বসলেন গোল্ড মেডালিস্ট উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটার রাজু মণ্ডল। নিজের স্ট্যাটাস অনুযায়ীই ক্যাফের নাম রাখলেন ‘শিক্ষিত বেকার ক্যাফে’। দুদিন আগেই দক্ষিণ দিনাজপুরের তপনের একটি কলেজে ১০০ টাকায় গেস্ট লেকচারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। যা নিয়ে রাজ্যজু়ড়ে চর্চা বিষয় হয়ে উঠেছিল। যদিও পরে কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেয়। বাংলার শিক্ষা ব্যবস্থার হাল কতটা খারাপ তা এই ঘটনায় সামনে এসেছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও শিক্ষিত বেকারদের নিয়ে যে রাজ্য সরকারের কোনও মাথাব্যাথা নেই তা গাইঘাটার রাজু মণ্ডল তার জ্বলন্ত প্রমাণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি গোল্ড মেডালিস্ট পেয়েছেন। কিন্তু, হাতে কাজ নেই। বাধ্য হয়ে মোমো, চাউমিনের দোকান দিয়েছেন রাজু।

কী বললেন ‘শিক্ষিত বেকার ক্যাফে’-র মালিক? (North 24 Parganas)  

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার গাইঘাটার ঠাকুরনগরের যুবক রাজু মণ্ডল ছোট থেকেই মেধাবী। উচ্চমাধ্যমিকে গাইঘাটা ব্লকে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তিনি। এরপর এডুকেশনে অনার্স নিয়ে হরিণঘাটা কলেজ স্নাতক হয়ে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি এমএ পাশ করেন। রাজু তাঁর বিষয়ে প্রথম হয়ে গোল্ড মেডেলও পান। রাজ্যস্তরের একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজও কোনও চাকরির ডাক আসেনি বলেই জানান তিনি। কিন্তু অন্ন সংস্থানের তাগিদে সময় নষ্ট না করে নিজের ছোট ব্যবসা শুরু করে তিনি। রাজুর বাবা রাজমিস্ত্রি, মা ঘরের কাজ সামলান। বাড়িতে রয়েছে ছোট বোন। পড়াশোনা করছে সেও। বাড়িতে টিউশন করে রাজু অনেককে ফ্রিতে পড়ান। এমনকী কিছু বইও লিখেছেন রাজু। এমন মেধাবী পড়ুয়া বেকার তকমা ঘুচিয়ে সংসারে সহযোগিতা করার লক্ষ্য নিয়েই তাঁর ক্যাফের পরিকল্পনা। তাঁর মা নিজে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নেন। সেই লোনের টাকা দিয়েই চাঁদপাড়া স্টেশনের পাশে জায়গা ভাড়া নিয়ে, এই ক্যাফে শুরু করেন রাজু। রাজু বলেন, অধ্যাপক হওয়ার স্বপ্ন ছিল। এখন আর সেই স্বপ্ন নেই। এখন অন্ন জোগাড় করতেই এই ক্যাফে শুরু করেছি। লক্ষ্য স্থির রয়েছে। একদিন স্বপ্নপূরণ হবে।

ক্যাফেতে কী কী পাওয়া যায়, জানেন?

স্বনির্ভর হতে উদ্যোগী রাজুর এই ক্যাফেতে বিভিন্ন রকমের মুখরোচক খাবার সহ বন্ধুবান্ধব পরিবার নিয়ে বসে আড্ডা মারার ও মনোরম পরিবেশ রয়েছে। চা, কফি, বিস্কুট, এগরোল, মোমো, বিরিয়ানি সহ আরও অনেক কিছুই পাওয়া যায়। সাধ্যের মধ্যেই রাখা হয়েছে সমস্ত খাবারের দামও। ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এই ক্যাফে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share