ONGC: রাজ্যের অসহযোগিতা, থমকে রানাঘাটের ওএনজিসি-র খনন প্রকল্প, মমতাকে তোপ বিজেপির

ONGC

মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) রানাঘাটে মাটির নীচে রয়েছে জ্বালানির ভান্ডার। কয়েক বছর আগে ওএনজিসির (ONGC) অনুসন্ধানে মিলেছিল খনিজ তেলের এই সন্ধান। কিন্তু এখনও কেন কাজ শুরু হল না প্রশ্ন বিজেপি সাংসদের? রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পিছিয়ে যাচ্ছে কাজ, এমনই দাবি সাংসদের। পাল্টা দাবি তৃণমূল বিধায়কেরও। রানাঘাটে বিপুল পরিমাণ খনিজ তেলের সন্ধান নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

স্থানীয় বাসিন্দারা কী বললেন? (ONGC)

গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের (ONGC) সন্ধান পায় ওএনজিসি। মূলত রানাঘাট এবং ধানতলা থানার অন্তর্গত চাপরা এলাকার একাধিক জমিতে ডেনামাইট ফাটিয়ে পরীক্ষা করতে থাকে প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে। যে যেসব জমিতে তারা এই পরীক্ষা চালায় সেই জমির এক মালিক সাধন বিশ্বাস বলেন, আমরা শুনেছি এই এলাকা থেকে অনুসন্ধান চালানোর পর এখানে খনিজ তেলের সন্ধান মিলেছে। আমরাও চাই যদি কেন্দ্রীয় সরকারের তরফে খনিজ তেল সংগ্রহের কাজ দ্রুত শুরু করুক। এলাকার স্থানীয় বাসিন্দা পিন্টু রায় এবং নীরাঞ্জন মল্লিকরা বলেন, যদি ভারত সরকারের তরফে দ্রুত এই খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয়, তাহলে আমরাও অর্থনৈতিকভাবে উপকৃত হব এবং কর্মসংস্থান বাড়বে।

আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কী বললেন?

সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত অনুসন্ধানের (ONGC) কাজ যতটা এগিয়েছে, তার ওপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। আর সেই ক্ষেত্রেই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অনেকটাই পিছিয়ে পড়ছে এই খনিজ তেল ও গ্যাস উৎপাদনের কাজ।

বিজেপি সাংসদ কী বললেন?

অন্যদিকে, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়া সমর্থন করে বলেন, ‘‘আমরা যত দ্রুত সম্ভব এই কাজ (ONGC) শুরু করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংসদে গোটা বিষয়টি পেট্রোলিয়াম মন্ত্রীকে জানিয়েছি। তিনি বলছেন কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথেষ্ট তৎপরতা মিলেছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আসলে রাজ্যের এই সরকার চায় না দেশের উন্নয়ন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চান না গোটা ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাজনীতিকে দূরে সরিয়ে রাজ্যের স্বার্থে এবং জেলার কর্মসংস্থানের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’’ তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর দাবি, সাংসদ এবং বিজেপি যে অসহযোগিতার দাবি করছেন তা পুরোটাই ভিত্তিহীন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share