Blog

  • Primary TET: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইকে ‘সিট’ গঠনের নির্দেশ হাইকোর্টের

    Primary TET: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইকে ‘সিট’ গঠনের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET) দুর্নীতি মামলায় সিবিআইকে এবার সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। টেটে বেআইনি নিয়োগের পর্দা ফাঁস করতে হাইকোর্টের নির্দেশ, আদালতের নজরদারিতে পুরো ঘটনার তদন্ত চালাবে সিবিআই (CBI)। এর জন্য দক্ষ অফিসারদের নিয়ে একটা বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করতে হবে। কলকাতার একজন যুগ্ম অধিকর্তাকেও এই টিমে রাখতে হবে। কাদের নিয়ে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল গঠন করা হল, তার পুরো তালিকা আদালতে শুক্রবার জমা দিতে হবে। 

    আদালত জানিয়েছে, যতদিন না প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শেষ হচ্ছে, ততদিন এই সিটের কোনও সদস্যকে অন্য কাজে নিযুক্ত করা যাবে না। করা যাবে না বদলিও। মোট ১২ থেকে ১৩ জনকে এই সিটে রাখতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। গোয়েন্দা তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangyopadhyay) বলেন, সিবিআইয়ের গতি শ্লথ। তারা দ্রুত কাজ করুক। সাধারণ মানুষ তদন্তের অপেক্ষায় আছে।

    আরও পড়ুন: চাকরি গেল ২৬৯ জনের! প্রাথমিক টেট দুর্নীতি মামলাও গেল সিবিআই-এর কাছে

    প্রাথমিক টেট মামলায় এদিনই রিপোর্ট জমা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। গুরুত্ব দিয়েই তদন্ত করছে সিবিআই। তখন বিচারপতি জানান, গত নভেম্বর থেকে আপনাদের কাজে কোনও গতি নেই কেন? আমি এই দুর্নীতির শেষ দেখতে চাই। সংবাদমাধ্যম দারুণ কাজ করছে। আমি সারদা , নারদ চাই না। তখন সিবিআই আইজীবী বলেন, ত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই মামলার তদন্ত করছে সিবিআই। আমরা আমাদের কাজে প্রচণ্ড সিরিয়াস। মিডিয়া আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্নীতির শিকড়ে যাব।

    এরপরই এজলাসে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসকে (Upendra Biswas) ডাকেন বিচারপতি। উপেন বিশ্বাসের ভিডিও ভাইরাল হওয়ার পরই চন্দন ওরফে রঞ্জনের নামে এফআইআর করে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, উপেন বিশ্বাস আপনি সামনে আসুন। আপনি তো এক সময় জয়েন্ট ডিরেক্টর (CBI Joint Director) ছিলেন। আপনার পরামর্শ কী? সিবিআই কি তাদের কাজে ওয়াকিবহাল? আপনি মোবাইলে লাইভ করলেন। পুলিশে অভিযোগ করলেন না কেন?

    উপেন বিশ্বাস তখন বলেন, আমি সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করব। ওদের লোকসংখ্যা কম। সিবিআই অধিকর্তাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। এই দুর্নীতির কিংপিন একজন নয়। এই কেসে সিট গঠন করা হোক। সিট রিপোর্ট দিক। তারপর পরবর্তী নির্দেশ হবে।

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন! গেছে কার পকেটে? তদন্তে ইডি

    বিচারপতি তখন বলেন, আপনি একসময় মন্ত্রী ছিলেন। তারপর আপনি সৎ রঞ্জন-এর পরিচয় দিচ্ছেন! উপেন বিশ্বাস তখন বলেন, আমি আমার বাবার নামে শপথ নিয়ে বলছি, রঞ্জন-ই চন্দন। যিনি সৎ পথে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেন। উপেন আরও বলেন, আপনি আমায় যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করব।

    এই প্রেক্ষিতেই উপেন বিশ্বাস বলেন, রঞ্জন হচ্ছে মাঝের মাকড়শা। তাকে ধরেই ওপরে উঠতে হবে। তাহলে বৃহত্তর এই ষড়যন্ত্রের পেছনে যারা বড় মাথা আছে তাদের কাছে পৌঁছানো যাবে। এখানে দুর্নীতি হয়েছে সাজিয়ে গুছিয়ে। আমি যে ভিডিওটা আপলোড করেছি ওটা প্রথম পর্ব। পরে আরও তথ্য আছে। আমি দুর্নীতির শেষ দেখতে চাই।

    সব শুনে বিচারপতি সিবিআইকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন। 

  • Ambubachi Mela: দু’বছর পর আবার কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা

    Ambubachi Mela: দু’বছর পর আবার কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: সেজে উঠছে নীলাচল পাহাড়। দীর্ঘ দুই বছর পর কোভিড (covid) পরবর্তী সময়ে আবার কামাখ্যা মন্দির চত্বরে বসতে চলেছে অম্বুবাচী মেলা (Ambubachi Mela)। জুন মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। চলবে ২৬ জুন পর্যন্ত। চারদিন ব্যাপী আসামর গুয়াহাটির কাছে নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হবে। এর জন্য চলছে শেষ পর্বের প্রস্তুতি। 

    হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল এই অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময় মা বসুন্ধরা ঋতুমতী হয় আর এই সময়েই পালন করা হয় অম্বুবাচী। এইসময় মাটিকাটা লাঙ্গল চালানো নিষেধ থাকে। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। 

    কামাখ্যায় এই সময় বিশেষভাবে অম্বুবাচীর উৎসব পালিত হয়। অম্বুবচীর প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ থাকে। চতুর্থদিনের স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পর কামাখ্যা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয়। এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় কামাখ্যায়। গত দুই বছর করোনার জন্য এই মেলা ও উৎসব বন্ধ ছিল। করোনা পরবর্তী সময়ে চলতি বছরে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে আসাম সরকার। তাই এবছর মেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

    আরও পড়ুন: এবছর অম্বুবাচী শুরু কবে? জেনে নিন এই বিশেষ উৎসবের মাহাত্ম্য

    মন্দির কর্তৃপক্ষের অনুমান, দীর্ঘ দু’বছর পর এই মেলা বসছে। এবছর প্রচুর ভক্তসমাগম হবে। যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভিড় সামলানো দায় হয়ে যাবে বলে ভয় মন্দির কর্তৃপক্ষের। যে কোনও দুর্ঘটনাও ঘটতে পারে তাই সদা সতর্ক কর্তৃপক্ষ। 

    শেষবার ২০১৯ সালে কামরূপ-কামখ্যায় এই মেলায় ২৫ লক্ষ ভক্তের সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকে সাধু-সন্নাসীরা যোগ দেন এখানে। এবছরও ভিড় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। করোনা এখনও সম্পূর্ণরূপে চলে যায়নি। এর মধ্যে এই বিশাল জনসমাগম নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসনও। চলতি সপ্তাহে দফায় দফায় মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও বসেছে তারা। এ সময় বিভিন্ন সংগঠন মন্দির চত্বরে পাহাড়ের পাদদেশে দরিদ্রসেবায় খাবার-বস্ত্র দান করেন। এ নিয়েও সতর্ক প্রশাসন।

  • Maharastra crisis: উদ্ধব ঠাকরের বিরুদ্ধে একনাথ শিন্ডের ‘বিদ্রোহের’ নেপথ্য কারণ কী?

    Maharastra crisis: উদ্ধব ঠাকরের বিরুদ্ধে একনাথ শিন্ডের ‘বিদ্রোহের’ নেপথ্য কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) শাসিত গুজরাট (Gujarat) ছেড়ে এবার আর এক পদ্ম-শাসিত রাজ্য আসামে (Assam) পৌঁছলেন শিবসেনার (Shivsena) বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। মঙ্গলবার মধ্যরাতের বিমানে সঙ্গী বিধায়কদের নিয়ে গুয়াহাটি উড়ে যান তিনি। একনাথের দাবি, তাঁর সঙ্গে শিবসেনার আরও চল্লিশ জন বিধায়কের পাশাপাশি ছ’জন নির্দলেরও সমর্থন রয়েছে। ‘বিদ্রোহী’ হয়ে উঠলেও, তিনি যে আপাতত শিবসেনা ছাড়ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন এই নেতা।

    আরও পড়ুন : মহারাষ্ট্রে সংকটে উদ্ধব-সরকার! নিখোঁজ মন্ত্রী সহ ২৭ বিধায়ক

    একনাথের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দ্বন্দ্বের মূল কারণ কংগ্রেস, এনসিপির সঙ্গে জোট বাঁধার জেরে নরম হিন্দুত্বের পথ নেয় শিবসেনা। যা না-পসন্দ একনাথের।  উদ্ধবের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠ করার পরিকল্পনা করায় গ্রেফতার করা হয় বিজেপি সাংসদ নবনীত রাণা ও তাঁর বিধায়ক স্বামী রবি রাণাকে। তার পরেই উদ্ধব ও একনাথের পথ আলাদা হয়ে যায় বলে ধারণা রাজনৈতিক মহলের। বিধানসভা নির্বাচনে জয়ের পর দু’দশকের বিজেপি সঙ্গ ছেড়ে শিবসেনা জোট বাঁধে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে। মহা বিকাশ অঘোরি (Maha Vikas Aghari) জোট নামের এই জোটই আপাতত সরকার চালাচ্ছে। শিবসেনারই দুই নেতার বিদ্রোহের নেপথ্যে রয়েছে এই কারণটিও। 

    মুখ্যমন্ত্রীর কাছে একনাথের দাবি, এনসিপি ও কংগ্রেস সঙ্গ ত্যাগ করে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার চালাতে হবে। এদিন গুয়াহাটিতে একনাথ ও সঙ্গী বিধায়কদের স্বাগত জানান বিজেপি নেতা সুশান্ত বরগোহাঁই ও পল্লব লোচন দাস। গুয়াহাটি পৌঁছে একনাথ বলেন, আমরা বালা সাহেব ঠাকরের (Balasaheb Thackeray) আদর্শ থেকে সরে আসছি না, শিবসেনাও ছাড়ছি না। আমরা বালাসাহেবের আদর্শকেই এগিয়ে নিয়ে যাব।

    আসামে যাওয়ার আগে সুরাটের একটি পাঁচতারা হোটেলে ‘আত্মগোপন’ করেছিলেন একনাথ ও তাঁর সঙ্গীরা। সেখানেই ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় বিদ্রোহী এই শিবসেনা নেতার। তার পরেই শিন্ডে ও তাঁর সঙ্গী বিধায়কদের আসামে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে গেরুয়া শিবির।

    আরও পড়ুন : কেউ রানি ভিক্টোরিয়া বা যুবরাজ নয়! সোমবার রাহুলের জেরা প্রসঙ্গে বিজেপি

    একনাথ যখন আসামে, তখন ঘোড়া কেনাবেচা রুখতে তৎপর শিবসেনার অন্য একটি অংশও। তাঁরাও বাকি বিধায়কদের ‘লুকিয়ে’ রেখেছেন মুম্বইয়ের বিভিন্ন হোটেলে। ইতিমধ্যেই একনাথকে দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছেন শিবসেনা নেতৃত্ব।

    মহারাষ্ট্রের এই জোট সরকারে শিবসেনার হাতে রয়েছে ৫৫ জন বিধায়ক। পাওয়ারের (Sharad Pawar) দলের হাতে রয়েছেন ৫৩ জন। আর কংগ্রেসের বিধায়কের সংখ্যা ৪৪। অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ১০৬। ২৮৮ আসন বিশিষ্ট এই বিধানসভায় আপাতত বিধায়কের সংখ্যা ২৮৫। এনসিপি এবং কংগ্রেস বিষয়টি শিবসেনার অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করলেও, তারা যে জোট সরকারের প্রতি দায়বদ্ধ, তা স্পষ্ট করে দিয়েছে দুই দলই। তবে এনসিপি যে কোনওভাবেই বিজেপির সঙ্গে হাত মেলাবে না, এদিন তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন পাওয়ার। তাই মহারাষ্ট্রের পরিস্থিতি যে ক্রমেই জটিল হচ্ছে, তা জলের মতো পরিষ্কার।

     

  • Drug Controller: ঘুষ নিয়ে ট্রায়াল মকুব! সিবিআইয়ের হাতে গ্রেফতার ড্রাগ কন্ট্রোলার সহ ৫ 

    Drug Controller: ঘুষ নিয়ে ট্রায়াল মকুব! সিবিআইয়ের হাতে গ্রেফতার ড্রাগ কন্ট্রোলার সহ ৫ 

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষ নিয়ে ইঞ্জেকশনের ক্লিনিক্যাল ট্রায়াল মকুব করার গুরুতর অভিযোগে যুগ্ম ড্রাগ কন্ট্রোলার (Joint Drugs Controller) এস ইশ্বর রেড্ডিকে (S Eswara Reddy) গ্রেফতার করল সিবিআই (CBI)। দিল্লির (Delhi) এক বেসরকারি সংস্থাকে বেআইনিভাবে ইনসুলিন ইঞ্জেকশনের অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

    তদন্তকারীরা জানিয়েছেন, বায়োকন বায়োলজিকস (Biocon Biologics) নামে একটি সংস্থার থেকে এই কাজের জন্যে চার লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। এছাড়াও ঘুষ দেওয়ার অভিযোগে সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এল প্রবীণ কুমার সহ তিন জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সেই ওষুধ কোম্পানি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছে। 

    আরও পড়ুন: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    দিল্লির ড্রাগ কন্ট্রোলারের হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন রেড্ডি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ড্রাগ ইন্সপেক্টর অনিমেশ কুমারকে। আর গ্রেফতার করা হয়েছে দীনেশ দুয়া এবং গুলজিৎ চৌধুরীকে। অভিযোগ, ওষুধের অনুমোদন দেওয়ার জন্য একাধিক সংস্থার থেকে মোট ৯ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন রেড্ডি।

    আরও পড়ুন: শরীরের এই জায়গায় ব্যথা হলেই সাবধান হয়ে যান, হতে পারে করোনা   
     
    বহুদিন ধরেই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ ছিল। তক্কে-তক্কে ছিল সিবিআই। অভিযুক্তকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন সিবিআই অফিসাররা। অবশেষে এই ওষুধ কোম্পানির কাছ থেকে ৪ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাথে ধরা পড়েন তিনি। দিল্লির ১১টি জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। 

    সিবিআই আধিকারিকরা জানান, বায়োকন (Biocon) বায়োলজিকসের তিনটি ফাইল রেড্ডির টেবিলে বহুদিন ধরে আটকে পড়েছিল। ঘুষের টাকা পাওয়ার পরেই ফাইলগুলিকে ছাড়পত্র দেন রেড্ডি। শিল্পপতি কিরণ মজুমদার শ (Kiran Mazumdar Shaw)-এর প্রতিষ্ঠিত সংস্থা বায়োকন বায়োলজিকস। এই সংস্থার ওষুধকেই তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical trial) ছাড়াই বেআইনিভাবে অনুমোদন দিয়েছিলেন রেড্ডি।

  • Horoscope Today, 22 June 2022: সাবধান! ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয় এই জাতকদের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 22 June 2022: সাবধান! ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয় এই জাতকদের, দেখুন আজকের রাশিফল

    মেষ: আজ মন বিষণ্ণ থাকতে পারে এবং কোনও কাজ করতে ইচ্ছে না হতে পারে। ব্যবসায়ীদের আজ নতুন চুক্তি থেকে বিরত থাকা উচিত, লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। পুরনো কোনও প্রেমিক বা প্রেমিকার খবর পাওয়ায় আনন্দ আসতে পারে। গান-বাজনায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য ভীতি ধরতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদের সম্ভাবনা।

    বৃষ: আজ কোনও নতুন কাজের জন্য মনে আবেগ বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয়। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। ভাল কাজের ক্ষেত্রে বাধা থাকতে পারে। অর্থের অবস্থা ভাল থাকার সম্ভাবনা। কোনও খারাপ কথার জন্য প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে।  বাড়ির কারোর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ থাকবে। আজ আপনার ক্লান্তি, দুর্বলতা বাড়তে পারে।

    মিথুন: সকালের দিকে জ্বর-জাতীয় কোনও রোগ বাড়তে পারে। কোনও কারণে, আজ মন বিচলিত থাকতে পারে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটা মোটামুটি থাকার সম্ভাবনা। ব্যবসায়ীরা অন্যের নির্দেশে ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আজ বাড়িতে বিবাদ হতে পারে। প্রেমে বাধা আসতে পারে। দাম্পত্য জীবনেও অশান্তি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। 

    কর্কট: আজ ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হতে পারে। বাড়ির কোনও কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসের কাজে ভুল হতে পারে। চাকরি পরিবর্তনের পথে অনেক বাধা আসতে পারে। আত্মবিশ্বাস কমে যাওয়ার আশঙ্কা। বাড়িতে কোনও ভ্রমণের আলোচনা হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটতে পারে। স্বাস্থ্য ভাল থাকার সম্ভাবনা।

    সিংহ: অফিসে হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। আজ আপনি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে পারে। কম পরিশ্রমে ভাল ফল পাওয়ার প্রবল সম্ভাবনা। শত্রুরা অতিরিক্ত দুর্বলতার সুযোগ নিতে পারে। ভাল কাজ করেও আজ সুনাম পেতে দেরি হতে পারে। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি হতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্য ভাল থাকতে পারে।

    কন্যা: চাকরিজীবীদের জন্য দিনটা শুভ হতে পারে। অফিসে আপনার জায়গা মজবুত হতে পারে। পড়াশোনায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা। বাবা-মায়ের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। খাদ্যের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। প্রেমে আনন্দ থাকতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখী হওয়ার সম্ভাবনা। বাড়ির কাজে পরিবারের পূর্ণ সমর্থন পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    তুলা: দিনটি সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা বলার আগে একটু চিন্তা করবেন। নিজের প্রতিভা বিকাশের আজ বিশেষ দিন। মনে মনে কোনও সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। চাকরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায়ীদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। 

    বৃশ্চিক: তত্ত্বকথা আলোচনায় আজ আপনার সুনাম বাড়বে। ব্যক্তিগত বা পেশাগত জীবন, আজকের দিনটি খুব ভাল কাটার সম্ভাবনা। যাঁরা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হতে পারে। দাম্পত্য জীবন আনন্দময় থাকার সম্ভাবনা। মাত্রাছাড়া খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে, সময়মতো ঘুমানোর চেষ্টা করুন এবং খুব সকালে ঘুম থেকে উঠুন। 

    ধনু: চাকরি পরিবর্তনের জন্য এই সময়টি উপযুক্ত। আজ থেকেই খোঁজ শুরু করা ভাল। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। শিক্ষার্থীদের খুব ভাল কাটতে পারে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকার সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাজে বাবা-মায়ের সমর্থন পেতে পারেন। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা বজায় থাকতে পারে। নেশার পিছনে কিছু অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। আজ চোখের সমস্যা হতে পারে।

    মকর: আজ ব্যবসায় আপনি মিশ্রফল পেতে পারেন। নতুন কিছু করার ইচ্ছা একটু চেপে রাখুন। অপরের জন্য কোনও কাজ করে বদনামের সম্ভাবনা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। সরকারি চাকরিজীবীদের ওপর কাজের চাপ একটু বেশি হতে পারে। ব্যবসায়ীরা কোনও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে আপনার সমস্যা শীঘ্রই সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকতে পারে। আজ বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটার সম্ভাবনা। স্বাস্থ্যের যত্ন নিন।

    কুম্ভ: কর্মচারীর জন্য ব্যবসায় আজ কোনও ক্ষতি হতে পরে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিশেষ কোনও আলোচনা। আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। শ্বশুর বা শাশুড়ির শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল না কাটার আশঙ্কা। বাড়িতে হঠাৎ কিছু অতিথি আসার কারণে তাঁদের আতিথেয়তায় আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের লিভারের রোগ আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

    মীন: আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে। অর্থভাগ্য ভাল হলেও সঞ্চয় যথাযথ না হওয়ার আশঙ্কা। প্রেমে সাফল্য আসতে পারে। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা। যে সব ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাঁদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

  • Muslim Girls Marriage: ১৫ বছরেই মেয়ের বিয়ে! মুসলিম আইন অনুযায়ী সম্মতি আদালতের

    Muslim Girls Marriage: ১৫ বছরেই মেয়ের বিয়ে! মুসলিম আইন অনুযায়ী সম্মতি আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়ের বয়স সদ্য ১৫ পেরিয়েছে। বিয়ে দিতে চাইছেন? অথচ,নাবালিকা আইনে বিয়ে (Minor Marriage) আটকে যাচ্ছে? চিন্তা নেই, ১৫ পেরোলেই এবার মেয়ের বিয়ে দিতে পারবেন। রইল না কোনও আইনি বাধা। কারণ, সম্প্রতি, এমনই রায় দিয়েছে দেশের একটি হাইকোর্ট। তবে, কেবলমাত্র মুসলিম মেয়েরা এই ছাড় পাবেন। ১৫ বছর বয়স পার করলে কোনও মুসলমান মেয়ে তাঁর পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন। সোমবার একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ( Punjab and Haryana High Court)।

    সম্প্রতি, পাঠানকোটে ২১ বছরের এক মুসলিম যুবক এবং ১৬ বছরের একটি মুসলিম মেয়েকে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু পরিবার তাঁদের আলাদা করতে চাইছে, এই অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। সোমবার মামলার শুনানি হয় পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে। বিচারপতি যশজিৎ সিং বেদী বলেন, ‘‘আবেদনকারীরা (দম্পতি) শুধু মাত্র তাঁদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন বলে ভারতীয় সংবিধান বর্ণিত মৌলিক অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যায় না।’’

    আরও পড়ুন: ‘‌বৈবাহিক ধর্ষণ’‌ নিয়ে দ্বিধাবিভক্ত দিল্লি হাইকোর্ট, মামলা যেতে পারে শীর্ষ আদালতে

    আদালতে আবেদনপত্রে ওই যুগল জানায়, তারা কিছুদিন আগে প্রেমে পড়ে। তারপর বিয়ে করতে চায়। গত ৮ জুন, মুসলিম আচার ও অনুষ্ঠান মেনে তাঁদের বিয়েও হয়ে যায়। কারণ, মুসলিম আইন অনুযায়ী ১৫ বছর বয়স হলেই সে বিবাহযোগ্য। আর, বিবাহযোগ্য মুসলিম ছেলে বা মেয়ে যে কোনও পছন্দের কাউকে বিয়ে করতে পারে। সেই স্বাধীনতায় কারও হস্তক্ষেপেরও অধিকার নেই। আদালতে ওই দম্পতির আইনজীবীরা অভিযোগ করেন, নিরাপত্তার জন্য তাঁর মক্কেলরা পাঠানকোটের পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, কোনও নিরাপত্তা পাননি। এই অভিযোগের ভিত্তিতেই আদালত এই রায় দেয়।

    বিচারপতি বেদী শরিয়ত আইন উল্লেখ করে বলেন, এক জন মুসলমান মেয়ের বিয়ে ‘মুসলমান ব্যক্তিগত আইন’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিচারপতি জানান, স্যর দিনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপলস্‌ অব মহামেডান ল’ বইয়ের ১৯৫ অনুচ্ছেদ অনুসারে, ১৬ বছরের বেশি বয়সি মেয়ে তাঁর পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারে। আর পাত্রের বয়সও যেহেতু ২১ বছরের বেশি, তাই এই বিয়েতে কোনও বাধা থাকতে পারে না। এই বিয়ে বৈধ। একইসঙ্গে আদালত পাঠানকোটের পুলিশ সুপারকে ওই দম্পতির নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে। আবেদনকারীদের পরিবার যেন ওই দম্পতির সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে না-পারে, তা দেখতে বলেছেন বিচারপতি।

  • R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid-19 Positive) আক্রান্ত ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় টেস্ট দলের সঙ্গে তিনি ইংল্যান্ডে যেতে পারেননি। দলীয় সূত্রে খবর, নিভৃতবাসে রয়েছেন ভারতীয় স্পিনার। না-ও খেলতে পারেন অনুশীলন ম্যাচে।

    দু’দফায় ইংল‌্যান্ড সফরের উদ্দেশ‌্যে রওনা হয়েছে ভারতীয় দল। প্রথমে বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা চলে যান। রোহিত শর্মা যান দু’একদিন পর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কোচ রাহুল দ্রাবিড়,ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার সোমবার ইংল্যান্ড উড়ে গিয়েছেন।  কিন্তু অশ্বিন এখনও যাননি। খবর যা, তাতে ভারতীয় অফস্পিনার এখন নিভৃতবাসে । কোভিড প্রোটোকল মেনে চলছেন। তবে ভারত বনাম ইংল‌্যান্ড একমাত্র টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অশ্বিনের। তত দিনে তিনি সুস্থ হয়ে যাবেন, বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। 

    আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    রোহিত শর্মা, বিরাট কোহলিরা ইতিমধ্যেই ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু ভারতেই থেকে যেতে হয়েছে অশ্বিনকে। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে অশ্বিনের না খেলার সম্ভাবনাই বেশি। ১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। অশ্বিন ইংল্যান্ড যাবেন, তার আগে সব রকমের নিয়ম মেনে করোনামুক্ত হতে হবে তাঁকে। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড যেতে পারেননি অশ্বিন। আমরা আশাবাদী, টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। অনুশীলন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।” গত বছর শুরু হওয়া এই টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলেনি ভারত। সে সময় ভারতীয় দলের একাধিক সদস্যের করোনা হওয়ায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই ইংল্যান্ড ছেড়েছিল ভারত। গত বছর করোনায় ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ যখন অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধ হয়, সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। 

    আইপিএল শেষ হলে তামিলনাড়ুর ক্লাব ক্রিকেটে খেলেন অশ্বিন। লাল বলের ক্রিকেটে প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাবের হয়ে খেলতে নেমে পড়েন তিনি। প্রসঙ্গত,ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে একটি ম্যাচেও খেলেননি অশ্বিন।

  • Horoscope Today, 18 June 2022: এই রাশির জাতকদের আজ ব্যবসায় লাভ হতে পারে, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 18 June 2022: এই রাশির জাতকদের আজ ব্যবসায় লাভ হতে পারে, দেখুন আজকের রাশিফল

    মেষ: চাকরিজীবীদের জন্য আজকের দিনটি প্রতিকূল থাকার সম্ভাবনা। আজ কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাধতে পারে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। পারিবারিক জীবনে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকার সম্ভাবনা। আজ আপনার পায়ের কোনও সমস্যা হতে পারে।

    বৃষ: আজ পড়াশোনার জন্য দিনটি খুব ভাল যেতে পারে। চাকরিজীবীদের জন্য অনুকূল সময়। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভদায়ক হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। আজ খরচ কম হবে। কোনও উদ্বেগ থাকলে তা কেটে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

    মিথুন: আজ অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। ব্যবসায়ীদের আর্থিক সমস্যা হতে পারে। টাকা না পাওয়ার কারণে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা।

    কর্কট: আজ কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। চাকরিজীবীরা অফিসের কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক অবস্থা ভাল থাকার সম্ভাবনা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় কোনও খারাপ কিছু ঘটতে পারে। আজ আপনি বাড়ির সকলের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সিংহ: বিদেশি কোম্পানিতে কর্মরত জাতকদের জন্য আজ একটি চ্যালেঞ্জিং দিন হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আইনী বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ পেটের সমস্যা হতে পারে।

    কন্যা: আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। কম পরিশ্রমে আপনার বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের আজ পরিশ্রম করতে হতে পারে। আজ প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে মতপার্থক্য হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে।

    তুলা: আজ বাড়িতে হঠাৎ অতিথি সমাগম হতে পারে। নিম্নতন স্তরের বিদ্যার জন্য খুব উপযুক্ত সময়। চাকরিজীবীদের জন্য অনুকূল সময়। ব্যবসায়ীদের আজ উপযুক্ত লাভ হতে পারে। আজ প্রচুর ব্যয় হতে পারে। আজ রোগের জন্য কষ্ট বাড়তে পারে। আপনার স্নায়ু সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে। 

    বৃশ্চিক: আজ বিদ্যার্থীরা শুভ ফল লাভ করতে পারে। চাকরিজীবীদের বদলি হতে পারে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব আসতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকার সম্ভাবনা। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। অযথা অর্থ ব্যয় হতে পারে। আজ ধর্ম সংক্রান্ত আলোচনায় শান্তি লাভের যোগ।

    ধনু: আজ কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ সারাদিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের আজ খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। চাকরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে চাপ থাকার সম্ভাবনা। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ডায়াবেটিস রোগীরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। 

    মকর: আজ কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও প্রকার আঘাত লাগতে পারে। কারও বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। ব্যবসায়ীদের হাতে বড় চুক্তি আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। 

    কুম্ভ: ব্যবসায়ীদের হাতে একটি ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের দিনটি ভালই কাটতে পারে। অপরের কোনও কথার জন্য অশান্তি হতে পারে। আজ পুরনো কোনও আশা ভঙ্গ হতে পারে।  আর্থিক বিষয়ে খুব তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। 

    মীন: আজ অর্থের দিক দিয়ে আজকের দিনটি শুভ। আর্থিক অবস্থা মজবুত হতে পারে। চাকরিজীবীরা আজ তাঁদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন।  ছোট ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

  • Rajnath Singh: জম্মু-কাশ্মীর থেকে কাউকে বিতাড়িত হতে দেব না, আশ্বাস রাজনাথের

    Rajnath Singh: জম্মু-কাশ্মীর থেকে কাউকে বিতাড়িত হতে দেব না, আশ্বাস রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) থেকে কাউকে জোর করে তাড়ানো হলে আমরা তা মেনে নেব না। জম্মুর (Jammu) একটি অনুষ্ঠান যোগ দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের এই হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

    দু দিনের সফরে জম্মু-কাশ্মীরে গিয়েছেন রাজনাথ। এদিন যোগ দিয়েছিলেন হরি সিং নিবাস প্যালেসে মহারাজা গুলাব সিংয়ের রাজপদে অভিষিক্ত হওয়ার দুশো বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানেই বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি নাম না করে হুঁশিয়ারি দেন প্রতিবেশী দেশ পাকিস্তানকেও।

    আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সেনা এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি

    নয়ের দশক থেকে বারবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। বেছে বেছে ভিটেমাটি ছাড়া করা হয়েছে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। তার পরেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করতে মাঠে নামেন তিনি। জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। ভেঙে দেওয়া হয় বিধানসভা। সম্প্রতি জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন করতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। শেষ হয়েছে ডিলিমিটেশনের কাজ। দ্রুত শুরু হয়ে যাবে ভোটার তালিকা সংশোধনের কাজও।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন নিয়ে পাকিস্তানের ‘প্রহসনমূলক’ প্রস্তাব খারিজ ভারতের

    শান্তির ভূস্বর্গে সম্প্রতি শুরু হয়েছে টার্গেট কিংলিং। বেছে বেছে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে খুন করা হচ্ছে নৃশংসভাবে। এদিন সেই প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, জম্মু-কাশ্মীর থেকে কাউকে জোর করে তাড়ানো হলে তা মেনে নেব না। তিনি বলেন, জম্মু-কাশ্মীর অভিবাসনের কষ্ট পেয়েছে। কোনও পরিস্থিতিতেই আর তা হতে দেব না। আর কোনও সম্প্রদায়কে জম্মু-কাশ্মীরের কোনও অংশ থেকে তাড়ানো হলে, তা মেনে নেব না।

    তিনি বলেন, সম্প্রতি উপত্যকায় ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে। ভাদরবা এলাকায় যা ঘটে গিয়েছে, তা জম্মু-কাশ্মীরের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সত্তর বছর ধরে যন্ত্রণাবিদ্ধ হয়েছে কাশ্মীর। রোগমুক্তি ঘটেছে। এখন যে জম্মু-কাশ্মীর দেখছেন, তা নতুন। আত্মনির্ভর। নবকলেবরের এই জম্মু-কাশ্মীর কেবল ভারত নয়, গোটা এশিয়া মহাদেশেই একটি ঈর্ষনীয় মডেল।

    এদিন নাম না করে পাকিস্তানকেও নিশানা করেছেন রাজনাথ। বলেন, আমাদের এক প্রতিবেশী দেশ জম্মু-কাশ্মীরে ঘৃণার বীজ বপন করে চলেছে। ১৯৪৭-৪৮ সালের কাবাইলি হামলা থেকে সম্প্রতি শুরু হওয়া টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্র করে চলেছে তারা।

     

  • Pakistan FATF Grey List: এখনই ধূসর তালিকামুক্ত হচ্ছে না পাকিস্তান, জানাল এফএটিএফ 

    Pakistan FATF Grey List: এখনই ধূসর তালিকামুক্ত হচ্ছে না পাকিস্তান, জানাল এফএটিএফ 

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদে অর্থ জোগানোর (Terror Funding) অভিযোগ উঠেছে বারংবার। তার পরেও পাকিস্তানের (Pakistan) মাথা থেকে সরেনি ‘সন্ত্রাসবাদের আঁতুড় ঘরে’র তকমা। নিজেকে শুধরে নেওয়ার জন্য পাকিস্তানের ওপর একাধিক শর্ত আরোপ করেছিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ (FATF)। পাকিস্তানকে তারা রেখে দিয়েছিল ধূসর তালিকায়। এই তালিকা থেকে এখনই সরানো হচ্ছে না পাকিস্তানের নাম। শর্ত পূরণ হয়েছে কিনা, তা দেখেই ব্যবস্থা নেবে এফএটিএফ।

    আরও পড়ুন : ভারতকে বন্ধু হিসেবে চায় পাকিস্তান! বেনজির-পুত্রর মন্তব্যে বরফ গলার ইঙ্গিত?

    এফএটিএফের প্রতিনিধি দলে রয়েছেন ২০৬ জন। এর মধ্যে রয়েছেন আইএমএফ, রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। এফএএফটির প্রেসিডেন্ট মার্কাস প্লেয়ারের নেতৃত্বে সম্প্রতি বসেছিল পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনেই অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয় পাকিস্তান নিয়েও। ঠিক হয়, পাকিস্তান যথাযথভাবে সব শর্ত মেনেছে কিনা, তা খতিয়ে দেখতে সে দেশে যাবে এফএটিএফের প্রতিনিধি দল। শর্তপূরণ করলে তবেই অক্টোবরের দিকে ধূসর তালিকা থেকে সরানো হতে পারে শেহবাজ শরিফের (Shehbaz Sharif) দেশের নাম। মার্কাস বলেন, পাকিস্তানকে এখনই ধূসর তালিকা থেকে সরানো হচ্ছে না। শর্ত পূরণে যথাযথ পদক্ষেপ করা হয়েছে কিনা, তা দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন : “তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান!” কেন এমন কথা বললেন ইমরান?

    জন্মলগ্ন থেকেই নানা কারণে সন্ত্রাসবাদে মদতদাতা বিভিন্ন দেশের তালিকায় ঢুকে গিয়েছে পাকিস্তানের নাম। বিশ্বের একাধিক কুখ্যাত জঙ্গির নিরাপদ আশ্রয়স্থল হয়েছে শেহবাজের দেশ। ভিন দেশেও যে সব জঙ্গির ঠাঁই হয়েছে, পাকিস্তান তাদেরও নিয়মিত অর্থ জুগিয়ে চলেছে বলে অভিযোগ। ইসলামবাদ জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে বিশ্ব দরবারে একাধিকবার সরব হয়েছে ভারত (India)। তার পরেও ইসলামাবাদ সন্ত্রাসবাদে অর্থ সাহায্য বন্ধ করেনি বলে অভিযোগ।

    এফএটিএফ কোনও দেশকে কালো তালিকাভুক্ত করার আগে দুটি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। একটি হল ‘ধূসর তালিকা’, অন্যটি ‘আরও বেশি ধূসর’। এই দুই তালিকাভুক্ত করে কোনও দেশকে দুবার হুঁশিয়ারি দেওয়া হয়। তার পরেও কাজ না হলে ওই দেশকে কালো তালিকাভুক্ত করা হয়। অনেক আগেই এফএটিএফের তরফে ইসলামবাদকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, শর্ত ঠিক মতো পালন না করলে কালো তালিকাভুক্ত করা হবে। গত চার বছর ধরে এফটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। শেষমেশ ঘটতে চলেছে ‘শাপমুক্তি’! তবে এখনই নয়।

     

LinkedIn
Share