Panchayat Election 2023: দুর্গাপুরে ভোট লুট করতে এসে তাড়া খেল তৃণমূলের দুষ্কৃতীরা, ভাঙচুর, আগুন

Panchayat_Election_2023_(5)

মাধ্যম নিউজ ডেস্ক: ভোট লুট করতে এসে ব্যাপক প্রতিরোধের মুখে বহিরাগতরা। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিল দুটি বাইকে। বাইক দুটি জনতার তাড়া খেয়ে ফেলে পালিয়ে যায় বহিরগতরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এরা। ঘটনাস্থল দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আমলাজোড়া অঞ্চলের বাবনাবেড়া অঞ্চলের ৪৭১ নম্বর বুথের কাছে। উত্তেজিত জনতাকে সমর্থন দেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ, ভোট লুট করতে এলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রানিগঞ্জ জেমারী পঞ্চায়েতের চলবলপুর ৩২ এবং ৩৩ নম্বর বুথে বুথ লুট করার অভিযোগ ওঠে শাসক দলের বিরূদ্ধে। ভোট (Panchayat Election 2023) লুট রুখতে আসে সিপিএম। লাঠিসোঠা নিয়ে তাড়া করে উত্তেজিত জনতা। পরে পুনরায় আবার ভোট লুট করতে আসে শাসক দলের লোক। ভোট লুট রুখতে গেলে হামলা চালায় শাসক দল। দু’জন সিপিএম কর্মী আহত হন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

অশ্লীল ভাষায় মহিলা প্রার্থীদের আক্রমণ (Panchayat Election 2023)

রানিগঞ্জ ব্লকের অন্তর্গত আসানসোল দক্ষিণের তিরাট গ্রাম পঞ্চায়েতের হারাভাঙ্গা ফ্রি প্রাইমারি স্কুলের ১৪০, ১৪১ এবং ১৪২ নম্বর বুথে সিপিআইএম ও বিজেপি প্রার্থীদের স্বামীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মহিলা প্রার্থীদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সকালে নির্বাচন (Panchayat Election 2023) শুরু হতেই শাসক দলের দুষ্কৃতীরা ভোট গ্রহণ কেন্দ্রে হানা দেয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে গেলে বিজেপি ও সিপিআইএম কর্মীরা তাদের বাধা দেয়। সিপিআইএমের নির্বাচনী এজেন্ট তথা প্রার্থী ময়না কর্মকারের স্বামী কল্লোল কর্মকার জানান, শাসক দলের কিছু দুষ্কৃতী এসে পরিবেশ উত্তপ্ত করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। বাম পোলিং এজেন্টের কলার ধরে, ভোট গ্রহণ কেন্দ্রের সীমানার বাইরে বের করে দেওয়া হয়। বিজেপি প্রার্থী ছন্দা গোপের স্বামী নির্মল গোপ দাবি করেন, অশ্লীল ভাষায় মহিলা প্রার্থীদের আক্রমণ করা হয়েছে। কল্লোলবাবুর অভিযোগ, প্রার্থীদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করারও হুমকি দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি এজেন্ট নির্মল কর্মকারের দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পলকে ফোন করে জানানো হলে পুলিশ পাঠিয়েছেন ও পরিস্থিতি এখন শান্ত হলেও আবারও অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই তাঁরা জানিয়েছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share