মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মুখী দিল্লিতে রবিবারই জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভার নাম ছিল ‘দিল্লি সংকল্প সমাবেশ’, সেখানেই আম আদমি পার্টিকে এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির কটাক্ষ, ‘‘বিগত ১১ বছর ধরে আম আদমি পার্টি গোটা দিল্লিকে ধ্বংস করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভোটের আগেই ঝাড়ুর প্রতিটা কাঠি খসে পড়ছে। আম আদমি পার্টির নেতারা দল ছাড়ছেন। তাঁরা জানেন যে মানুষ আম আদমি পার্টির ওপরে ক্ষুদ্ধ। তাঁরা এই দলকে ঘৃণাও করেন।’’ তিনি আরও বলেন, ‘‘আরকে পুরমে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে একসঙ্গে বসবাস করেন।’’
৫ ফেব্রুয়ারি দিল্লিতে নতুন বসন্ত আসছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘বসন্ত পঞ্চমীর আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নতুন বসন্ত আসছে, এবার দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েই বলেন, ‘‘নির্বাচনী লড়াইয়ে মোদির গ্যারান্টি এবং আম আদমি পার্টির মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে লড়াই হবে।’’ তিনি বলেন, ‘‘আমি বিকশিত ভারতের স্বপ্ন পূরণের জন্য ভারতের চারটি স্তম্ভের কথা বলেছি। এগুলি হল- কৃষক, মহিলা, যুবক এবং দরিদ্র।’’ গতকালের বাজেট তিনি আরও বলেন, ‘‘আম আদমি পার্টির লোকেরা স্বাস্থ্য পরিষেবা ওষুধ এবং হাসপাতাল নিয়েও দুর্নীতি করেছে। আমি দিল্লির মানুষকে আশ্বাস দিচ্ছি যারা দিল্লিকে লুট করেছে, তাদেরকে উপযুক্ত জবাব দিতেই হবে।’’
ভাষণে আসে বাজেট প্রসঙ্গও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দিল্লিতে বিজেপি সরকার তৈরি হওয়ার পর রাজধানী অঞ্চলের যাঁরা বিক্রেতা রয়েছেন, দোকানদার রয়েছেন তাঁদেরকে ক্রেডিট কার্ড দেওয়া হবে।’’ অন্যদিকে, এদিন দিল্লি জনসভাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মুখে শোনা যায় এবছরের কেন্দ্রীয় বাজেটের প্রশংসাও। তিনি বলেন, ‘‘ভারতের ইতিহাসে এটি হল সবচেয়ে বড় মধ্যবিত্ত-বান্ধব বাজেট।’’ মোদি বলেন, ‘‘ভারতের উন্নয়নে আমাদের মধ্যবিত্তদের বিশাল ভূমিকা রয়েছে। কেবলমাত্র বিজেপি মধ্যবিত্তদের সম্মান করে এবং যাঁরা কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেন, তাঁদেরকে পুরস্কৃত করে।’’
Leave a Reply