মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)। ২০১৩ সালের ২০ ডিসেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল সম্পর্কে সচেতনা বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করা হয়। সেইমতো, ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আবহে সোমবার সকালেই গির অরণ্যে সফর করেন প্রধানমন্ত্রী (PM Modi)। ঘুরে দেখেন বন্যপ্রাণ। ক্যামেরা হাতে ছবিও তোলেন সিংহের।
সকালেই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী (PM Modi)
এদিন সকালেই অবশ্য বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। বিশ্ব বন্যপ্রাণী দিবসের সকালেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, “আজ বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন আমরা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের সংকল্প গ্রহণ করি।” তিনি আরও বলেন, “আসুন আমরা আগামী প্রজন্মের জন্য তাদের ভবিষ্যত রক্ষা করি! বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষায় ভারতের অবদানের জন্য আমরা গর্বিত,” প্রধানমন্ত্রী বলেন।
সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)
বন্যপ্রাণী দিবস উদযাপন করতে সোমবার সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েন তিনি। নিজের সমাজমাধ্যমে সাফারি-ভ্রমণের ছবির পাশাপাশি তাঁর তোলা কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সিংহ সদন থেকে কয়েক জন মন্ত্রী এবং বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সোমবার সকালেই জঙ্গল সাফারিতে রওনা দেন মোদি। জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষ হওয়ার পর সাসানের মহিলা বনকর্মীর সঙ্গে আলোচনা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)।
সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী
সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী। তার পরে নিজের এক্স মাধ্যমে মোদি (PM Modi) লেখেন, ‘‘দেশবাসীর সহযোগিতায় প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সম্পন্ন হয়েছে। আমি সংকল্প করেছিলাম, মহাকুম্ভের শেষে আমি শ্রী সোমনাথের পুজো করব। আজ, সোমনাথ মন্দিরে প্রার্থনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রত্যেক ভারতীয় নাগরিকের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। এই মন্দিরটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং বীরত্বকে প্রতিফলিত করে।’’
Leave a Reply