PM Modi: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

PM Modi got Mauritius highest national award

মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত বৈচিত্র্যের দেশ। কিন্তু এই বৈচিত্র্যের ভারতে বিভেদের (Unity In Diversity) বিষ ছড়াচ্ছে কেউ কেউ।” শনিবার সংবিধান নিয়ে আলোচনার জবাবি ভাষণে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

ভারত গণতন্ত্রের জননী (PM Modi)

সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত আজ শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জননী।” তিনি বলেন, “ভারত বৈচিত্র্যের দেশ ঠিকই। কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট্য। তিনি বলেন, “ভারত আসলে অনেকগুলি গণতন্ত্রের সমাহার।” প্রধানমন্ত্রী বলেন, “একেবারে শুরু থেকে ভারতীয় সংবিধান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। ভারতের গণতন্ত্রের অতীত খুবই প্রগতিশীল। কিন্তু আজ অনেকে এই সংবিধান দিবসের উৎসবে যোগ না দিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে।”

কী বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারত উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের উন্নতির পথে যাবতীয় বাধা সরিয়ে ফেলা হচ্ছে। সার্বিক উন্নয়নে মহিলাদের যোগদান বাড়ানো হচ্ছে। সার্বিকভাবে দেশের ঐক্যের জন্য জিএসটির মতো কর কঠামো চালু হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে ৩৭০ ধারার মতো বাধা (PM Modi)।”

আরও পড়ুন: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

প্রধানমন্ত্রীর এদিনের বক্তৃতায় ছিল গান্ধী পরিবারের সমালোচনাও। তিনি বলেন, “সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরের মধ্যে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনও সুযোগই ছাড়েনি। কংগ্রেসের সেই অবিচার, কুনীতির প্রভাব আজও রয়েছে। দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনওদিন মোছা যাবে না।” প্রধানমন্ত্রী বলেন, “সংবিধান যখনই বাধা হয়ে দাঁড়িয়েছে তখনই সেটাকে বদলে ফেলার পক্ষে সওয়াল করা হত।” তিনি বলেন, “ইন্দিরার আমলের জরুরি অবস্থার দাগ কোনওদিন (Unity In Diversity) মোছা যাবে না (PM Modi)।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share