PM Modi: ‘‘আরএসএসের কাছে থেকেই পেয়েছি জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ’’, ফ্রিডম্যানের পডকাস্টে বললেন মোদি

PM Modi says on Fridman Podcast Through RSS I found purpose in life blessed to gain values

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে বিখ্যাত মার্কিন পডকাস্টার ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সাক্ষাৎকারে উঠে আসে তাঁর জীবন, দর্শন, রাজনৈতিক যাত্রা এবং প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার ঘটনা। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জীবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গভীর প্রভাবের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, সাক্ষাৎকারের পরে ফ্রিডম্যান (Fridman Podcast) জানান, এটা ছিল তাঁর জীবনের সবচেয়ে শক্তিশালী কথোপকথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবনে এটি ছিল তাঁর দ্বিতীয়বার পডকাস্টের সাক্ষাৎকার। প্রথমবার তিনি এই ধরনের পডকাস্টে অংশগ্রহণ করেন চলতি বছরেই নিখিল কামাথের সঙ্গে। রবিবারের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর জীবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গভীর প্রভাবের কথা উল্লেখ করেন।

জনসেবাই হল ভগবানের সেবা, শেখায় আরএসএস, পডকাস্টে বললেন মোদি

তিনি (PM Modi) বলেন, ‘‘আমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল আরএসএস।’’ তাঁর মতে, ‘‘আরএসএস-এ যোগ দিয়ে আমি জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাই। আমি অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম যে এই সময়টা আমি সন্ত-মহাত্মাদের সঙ্গে কাটাতে পারতাম। যেটা আমার জীবনে একটি শক্তিশালী আধ্যাত্মিকতার দিক রচনা করতে পেরেছিল। আমি এখান থেকেই জীবনের শৃঙ্খলা বুঝতে পেরেছিলাম এবং উদ্দেশ্যও বুঝতে পেরেছিলাম।’’ তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বুঝতে হলে এর কর্মপদ্ধতিকে জানতে হবে। দেশই আমাদের কাছে সবকিছু, জনসেবাই হল ভগবানের সেবা। এটাই শেখায় সংঘ।’’

তরুণ বয়সে আমার হিমালয় যাত্রা জীবনকে নতুন গতি দিয়েছিল

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), তাঁর জীবনের বিভিন্ন বিষয়গুলিকে আলোচনা করেন। তিনি জানান, উপবাসের তাৎপর্য সম্পর্কে। এই উপবাসের ব্রত কীভাবে জীবনে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাপরায়ণতা শেখায় তাও তিনি বলেন। তাঁর ব্যক্তিগত জীবনকে তুলে ধরে তিনি বলেন, ‘‘তরুণ বয়সে আমার হিমালয় যাত্রা জীবনকে নতুন গতি দিয়েছিল এবং ব্যক্তিত্বেরও পরিবর্তন ঘটিয়েছিল।’’ একইসঙ্গে ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজনৈতিক ও আদর্শের কর্মকাণ্ডেরও কথা বলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু জাতীয়তাবাদ, দেশের বিবিধতা, মহাত্মা গান্ধী এবং নানা আন্তর্জাতিক বিষয়ের ওপরেও তিনি কথা বলেন।

কীভাবে জুড়লেন আরএসএস-র সঙ্গে?

শৈশবে তিনি কীভাবে আরএসএস-র সঙ্গে জুড়লেন সে বিষয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘আমাদের গ্রামে একটা শাখা চলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। যেখানে আমরা প্রতিদিন নিয়মিত খেলা করতাম এবং দেশাত্মবোধক গান গাইতাম। এই গানগুলি আমার মনে গভীর প্রভাব ফেলে। এগুলি আমার ভিতরে জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। সবচেয়ে বড় কথা আরএসএস আমার মধ্যে একটি কর্তব্যবোধকে জাগিয়ে তুলেছিল। তুমি যাই করো তার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য থাকতে হবে। যদি তুমি পড়াশোনা করো তাহলে সেই ভাবেই পড়াশোনা করো। যাতে তুমি যথেষ্ট শিখতে পারো এবং দেশকে কিছু দিতে পারো। যখন তুমি শারীরিক অনুশীলন করবে তখন তুমি সেটা এমন ভাবে করো যেন তোমার শরীর শক্তিশালী হয় এবং তা দেশের কাজে লাগে। এটাই আমাদের শেখানো হত। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি মহীরূহে পরিণত হয়েছে। এই সংগঠন ১০০ বছরে পা দিতে চলেছে। এমন বৃহৎ সংগঠন পৃথিবীর কোথাও দেখা যায় না। কোটি কোটি মানুষ এই সংগঠনের সঙ্গে জুড়েছেন কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বোঝা অত সহজ নয়।’’

আরএসএস-এর সেবা কাজ

তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সংগঠনের কাছ থেকে জীবনের মূল্যবোধ শিখতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘‘নিজেদের সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়েও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজসেবা করে। একজন সত্যিকারের স্বয়ংসেবককে শুধুমাত্র তাঁর পোশাক বিধি দেখে অথবা তাকে সংঘের বৈঠকগুলিতে দেখে বোঝা যায় না। তাঁদেরকে আমরা বুঝতে পারি সমাজের প্রতি তাঁদের অবদান দেখেই।’’ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সেবা ভারতীর উদাহরণ। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা হল সেবা ভারতী। এই সেবা ভারতী দেশের প্রত্যন্ত অঞ্চল এবং বস্তি এলাকাগুলিতে কীভাবে সেবা কাজ চালাচ্ছে, তাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘সেবা ভারতী বর্তমানে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি প্রকল্প চালাচ্ছে এবং এই সমস্ত প্রকল্পগুলি দেশজুড়ে চলছে। কোনও রকম সরকারি সহায়তা ছাড়াই। স্থানীয় মানুষজনদের সহায়তায় এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, জীবনের কর্তব্যবোধ, প্রভৃতি নানা বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।’’

শিক্ষাক্ষেত্রে আরএসএস

শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা সম্পর্কে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ‘‘আরএসএস সব সময় মূল্যবোধ ভিত্তিক শিক্ষায় জোর দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অনুসরণ করে আমাদের বৈদিক ঋষিরা এবং স্বামী বিবেকানন্দ ঠিক যেভাবে শিক্ষাদান করতে বলেছিলেন সেই পদ্ধতিকে। সংঘের স্বয়ংসেবকরা তৈরি করেছেন বিদ্যা ভারতী, যা দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছে এবং বর্তমানে সারা দেশে ৭০ হাজারেরও বেশি স্কুল চালাচ্ছে এই সংগঠন। এর মাধ্যমে ৩০ লাখেরও বেশি পড়ুয়া পড়াশোনা করছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সন্তদের জীবনের সঙ্গে মিশতে পেরে আমি জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি। এ বিষয়ে আমাকে খুব সাহায্য করেছিলেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ।’’ নিজের জীবনে তিনি রামকৃষ্ণ মিশন ও স্বামী বিবেকানন্দের ভূমিকাও তুলে ধরেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share