মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) লাগামছাড়া সন্ত্রাসের সাক্ষী থেকেছে রাজ্য। ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এখনও। ১১ জুলাই মঙ্গলবার ভোট গণনার দিন থেকে বাড়ি ছাড়া হাওড়ার পাঁচলার জালালসি গ্রামের প্রায় আড়াইশো জন বাম ও বিজেপি কর্মী। খোলা আকাশের নিচে বাগানে প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁরা। ঘরছাড়াদের অভিযোগ, তাঁরা ভোটে বিরোধী দলের এজেন্ট হয়েছিলেন। তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় এবং ঘরবাড়িও ভাঙচুর করে। প্রাণভয়ে এখন তাঁরা বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ
গত ১১ জুলাই পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) গণনার দিনে পাঁচলার নয়াচক যদুনাথ ইনস্টিটিউশনে কাউন্টিং শুরু হবার আগেই বিরোধী এজেন্টদের বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাধ্য হয়ে তাঁরা গ্রামে ফিরে আসেন। এরপর ওইদিন দুপুর বেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল নেতা শেখ নাসিমের নেতৃত্বে তাঁদের বাড়িতে কার্যত তাণ্ডব চালায়। লাঠি সোটা, রড দিয়ে বাড়ির যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি একটি কারখানার তিনটি অত্যাধুনিক এমব্রয়ডারি মেশিন ভেঙে ফেলা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এরপরই ঘরছাড়া হয়ে যায় এলাকার বাসিন্দারা। এখন গোটা গ্রাম কার্যত পুরুষ শূন্য অবস্থায় আছে। বাড়িতে হাতে-গোনা মহিলারা আছেন। বাড়ির পুরুষেরা পাশের গ্রামের বাগানে আশ্রয় নিয়েছেন। সারাদিন তাঁরা বাগানে কাটানোর পর রাতে ঘুমোনোর জন্য আত্মীয়দের বাড়িতে যান। স্বাভাবিক কাজকর্ম সমস্ত বন্ধ। বাড়ির মেয়েরা টিফিন বাক্স করে সামান্য খাবার ছেলেদের জন্য বাগানে দিয়ে যাচ্ছেন।
কী বলছেন ঘরছাড়ারা?
ঘরছাড়াদের অভিযোগ, পুলিশ অথবা র্যাফ মাঝে মাঝে টহল দিলেও তাদের নিরাপত্তার জন্য কোনও কিছু করেনি। উল্টে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এখনো হুমকি দিচ্ছে। এক বিরোধী কর্মী বলেন, ‘‘ভোটের (Panchayat Vote) দিন থেকেই অত্যাচার শুরু হয়। গণনার দিন আমাদের মেরে কাউন্টিং হল থেকে বের করে দেয়। লাগাতার প্রাণে মারার হুমকি দিচ্ছে তৃণমূল।’’
কী বলছে তৃণমূল?
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। যার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সেই তৃণমূল নেতা শেখ নাসিম বলেন, ‘‘বিরোধীরা মিথ্যে অভিযোগ করছে। তারা নিজের ইচ্ছাতেই বাগানে রয়েছেন। তাদের কেউ মারধর করেনি। বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে তারা মিথ্যে অভিযোগ করছে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours