2001 Parliament Attack: সংসদ হামলার ২৩ তম বার্ষিকী, শহিদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

draupadi

মাধ্যম নিউজ ডেস্ক: ২০০১ সালের সংসদ হামলায় (2001 Parliament Attack) প্রাণ হারানো সাহসী কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শুক্রবার তিনি ফের মনে করিয়ে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অটুট প্রতিশ্রুতির কথা। শ্রদ্ধাজ্ঞাপন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।

কী লিখলেন রাষ্ট্রপতি? (President Draupadi Murmu)

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আমি ২০০১ সালের এই দিনে (2001 Parliament Attack) আমাদের সংসদ রক্ষায় জীবন উৎসর্গ করা সাহসী যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের সাহস এবং নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে চলেছে। জাতি তাঁদের এবং তাঁদের পরিবারগুলির প্রতি গভীর কৃতজ্ঞ। এই দিনে, আমি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার ভারতের অবিচল সংকল্প পুনর্ব্যক্ত করছি। আমাদের দেশ সন্ত্রাসের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’’

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘২০০১ সালের সংসদ হামলায় (2001 Parliament Attack) শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। তাঁদের ত্যাগ চিরকাল আমাদের জাতিকে অনুপ্রাণিত করবে। আমরা তাঁদের সাহস এবং উৎসর্গের জন্য চিরকাল কৃতজ্ঞ।’’ এদিন সংসদে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা (2001 Parliament Attack) হয়। সেই ভয়াবহ জঙ্গি হামলার ২৩তম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT) এবং জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যুক্ত ছিল। তারা ভারতীয় সংসদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। যার জেরে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারান। ওই জঙ্গি হামলায় নিহত হন দিল্লি পুলিশের পাঁচ কর্তা, দুজন সংসদ নিরাপত্তা কর্মী, একজন সিআরপিএফ কনস্টেবল এবং একজন সিপিডব্লিউডি মালি।

আরও পড়ুন: বার বার নির্বাচন দেশে উন্নতির পথে বাধা, ‘এক দেশ, এক নির্বাচন’ বিলে সায় মোদি মন্ত্রিসভার

সেদিন স্বরাষ্ট্র মন্ত্রক ও সংসদের ভুয়ো লেবেলযুক্ত একটি গাড়ি ব্যবহার করে সংসদে ঢুকে পড়েছিল জঙ্গিরা। পাঁচজন বন্দুকধারী নিরাপত্তা বলয় ভেদ করে সংসদ ভবনের ভিতরে হামলা চালায়। এই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির দাবি, বন্দুকধারীরা পাকিস্তান (2001 Parliament Attack) থেকে নির্দেশ পেয়েছিল। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) সংস্থার মাধ্যমে তাদের পরিচালিত করা হয়েছিল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share