RG Kar Case: আরজি করকাণ্ডে দোষী সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের

rgkar-protest-9-5

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মামলায় (RG Kar Case) মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjoy Roy) আমৃত্যু কারাদণ্ড দিল শিয়ালদা আদালত। সোমবার বিচারক অনির্বাণ দাস তাঁকে এই সাজা দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণও দিতে হবে সঞ্জয়কে। জরিমানার অর্থ দিতে না পারলে অতিরিক্ত চার মাস জেল খাটতে হবে। 

বিচার চাই (RG Kar Case)

এদিকে, নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রাজ্য সরকারকে দিয়েছে আদালত। ধর্ষণের জন্য ৭ লাখ এবং হত্যার জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারক বলেন, ‘‘রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।’’ প্রসঙ্গত, শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তবে যেহেতু মামলাটি বিরলের মধ্যে বিরলতম নয়, তাই কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। সাজা ঘোষণার পরেই নির্যাতিতার মা-বাবা এজলাসে দাঁড়িয়ে বলেন, “আমরা ক্ষতিপূরণ চাই না, বিচার চাই।” বিচারক বলেন, “আমি জানি, আপনারা ক্ষতিপূরণ চান না। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি। এরপর এই টাকা নিয়ে কী করবেন, তা আপনাদের বিষয়।”

সঞ্জয়ের ফাঁসির পক্ষেই সওয়াল

এদিন ফের একবার সঞ্জয়ের ফাঁসির পক্ষেই সওয়াল করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা বলে, “সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। মানুষকে পরিষেবা প্রদানের জন্যই ছত্রিশ ঘণ্টা ধরে ডিউটিতে ছিলেন। মেধাবী ছাত্রী ছিলেন। তাঁর মৃত্যু শুধুমাত্র তাঁর পরিবারের ক্ষতি নয়, সমাজেরও ক্ষতি।” সিবিআই বলে, “বহু মেয়ে উচ্চশিক্ষা ও চাকরির জন্য লড়ে যাচ্ছে। সেখানে যদি সুরক্ষা না থাকে, তবে সমাজ ব্যবস্থা ব্যর্থ বলে পরিগণিত হবে। সমাজ তার আত্মবিশ্বাস ফিরে পেতে চাইছে। সুরক্ষা চাইছে।” কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা এও বলে (RG Kar Case), “কর্মস্থলেই সেবার কাজে ব্রতী চিকিৎসককে ধর্ষণ-খুন, বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে বিচার ব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে।”   

আরও পড়ুন: বাংলাদেশকে খিলাফতে পরিণত করতে চাইছে আইএসআই এবং হামাস!

এর আগেও সিবিআই দাবি করেছিল, আরজি করকাণ্ডের ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম। তাই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের সাজা দাবি করেছিল সিবিআই। মৃত্যুদণ্ডের সাজা দাবি করেছিলেন নির্যাতিতার আইনজীবীও। কিন্তু এদিন বিচারক সাফ জানিয়ে দিলেন, যেহেতু মামলাটি বিরলের মধ্যে বিরলতম নয়, তাই কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। আর যেহেতু কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু হয়েছে, তাই (Sanjoy Roy) রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (RG Kar Case)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share