মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সোমবার দেশবাসীর উদ্দেশে বলেন, ‘‘অপেক্ষা করুন। আমি দেশে ফিরব। ফিরে ইউনূসদের (Muhammad Yunus) অনাচার, অত্যাচারের বিচার করব।’’ হুঁশিয়ারি দিয়ে আওয়ামি লিগ নেত্রী বলেন, ‘‘ইউনূস ও তাঁর মিত্রদের ছাড়া হবে না।’’ সোমবার রাতে দিল্লি থেকে আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান ‘দায়মুক্তি’ নামের অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার বিরোধী আন্দোলনের সময় নিহত পুলিশ কর্মীর স্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
কী বললেন হাসিনা
তিনি বলেন, ‘‘আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুট করেছে হামলাকারীরা। অন্তঃসত্ত্বা মহিলা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব।’’ চার পুলিশ কর্মীর স্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে জানান, কী নৃশংসভাবে তাঁদের স্বামীকে পিটিয়ে, কুপিয়ে খুন করা হয়েছে। চারজনই প্রধানমন্ত্রীকে জানান, তাঁরা অর্থ কষ্টের মধ্যে আছেন। তাঁদের একজন থাকেন শেখ হাসিনার (Sheikh Hasina) দেশের বাড়ি গোপালগঞ্জে। তিনি বলেন, ‘‘আমার থাকার জায়গা নেই।’’ এমন সময় হাসিনা তাঁর দলকে নির্দেশ দেন, নিহত পুলিশ কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে।
আমার ওপর অনেকবার হামলা হয়েছে
শেখ হাসিনা (Sheikh Hasina) আরও বলেন, ‘‘আমার ওপর অনেকবার হামলা হয়েছে। প্রতিবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ৫ অগাস্ট ফের আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। সেদিনও আল্লাহ যখন বাঁচিয়েছেন তখন নিশ্চয়ই আমাকে দিয়ে বড় কোনও কাজ করাবেন।’’ আওয়ামি লিগ নেত্রীর মতে, ‘‘বঙ্গবন্ধুকে খুনের সময় আমি দেশে ছিলাম না। দেশে ফেরার অবস্থা ছিল না। পরে দেশে ফিরে আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। জুলাই-অগাস্টে আন্দোলনের সময় যারা খুন-সন্ত্রাস করেছে এবারও দেশে ফিরে তাদের বিচার করব। ইউনূস ও তাঁর মিত্রদের ছাড়া হবে না। সবাইকে বিচারের কাঠগড়ায় তুলব।’’
দেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে
এদিন ভার্চুয়াল কলে শেখ হাসিনা (Sheikh Hasina) বলেছেন, ‘‘উনি (ইউনূস) বলেছেন, উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ। ওনার কোনও অভিজ্ঞতা নেই। আমার কথা হচ্ছে, যিনি নিজেই বলছেন আমার দেশ চালানোর অভিজ্ঞতা নেই। ওনার অযোগ্যতার ফলে বিচারালয়ে হামলা, গণভবনে হামলা হয়েছে। ৬ মাসের ওপর হয়ে গেলেও দেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে। এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে সে? ছেলেকে না পেলে মাকে হত্যা করছে। আজকে ওরা দেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছ। ইউনূসকে এই মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে। ওনারও বিচার হবে। আমি দেশ ফিরলে প্রত্যেককে যতটা সম্ভব সাহায্য করবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না।’’
Leave a Reply