মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগেই সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নামে দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের (TMC) তপনের ব্লক সভাপতির টাকা নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল জেলা। এবারে খোদ তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে অঞ্চল সভাপতি করে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কী রয়েছে?
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের (TMC) জেলা সভাপতি মৃণাল সরকারের তিনটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জেলা সভাপতি মৃণাল সরকারকে দলের অঞ্চল সভাপতি করে দেওয়ার নামে টাকাপয়সার কথা বলতে শোনা যায়। অন্য একটি ভিডিওতে মদের আসরে বসে রয়েছেন শাসক দলের জেলা সভাপতি। অন্য একটি ভিডিওতে বারের মধ্যে মহিলাদের নাচানাচি করতে দেখা যাচ্ছে। তবে, সেখানে তৃণমূলের জেলা সভাপতির কোনও ছবি নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তিনটি ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।
কী বললেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি?
বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, এটা দীর্ঘদিন আগেকার একটা ঘটনা, তখন আমি ব্লক সভাপতি ছিলাম। সেই সময় কেউ এটা তুলে থাকবেন। আমি ঘুমোচ্ছিলাম। তখন কেউ একজন এসব বলে, প্রশ্ন করে ও টাকা দিতে চায়। আমি তার কোনও উত্তর দিইনি। বিজেপির আইটি সেল ভোটের আগে বদনাম করার জন্যই এরকম ভিডিও ভাইরাল করছে। আমি আইনি পদক্ষেপ নেব। প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত ভোটে টিকিট বিলি নিয়ে তৃণমূলের অন্দরে জোর কোন্দল বেধেছে। বিশেষ করে গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন ব্লকে গোঁজ প্রার্থী নিয়ে চিন্তায় পড়েছে তৃণমূল। রবিবারই রাজ্যের নির্দেশে ১৯ জন বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করেছেন তৃণমূলের জেলা সভাপতি। আর তারপরেই এই ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তোলপাড় জেলা রাজনীতি।
কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা তৃণমূলের (TMC) নতুন কিছু নয়। এই দলের টিকিট থেকে পদ, সবই টাকার বিনিময়ে বিক্রি হয়। দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা সভাপতিও তাই টাকা চাইবেন, এতে আশ্চর্যের কিছু নেই। এটা তৃণমূলের ব্যবসা। টাকা দিয়েই পদ নেবেন, আবার সেই টাকা তুলবেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply