Hooghly: তৃণমূলের ৫ই অগাস্টের পাল্টা বিজেপির ঝাঁটা মিছিল, তীব্র উত্তেজনা হুগলিতে

Hooghly_(10)

মাধ্যম নিউজ ডেস্ক: ৫ই অগাস্ট বিজেপির নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচি তৃণমূলের। তাই পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে বিজেপির দাওয়াই ঝাঁটা হাতে মিছিল। আজ সকালে হুগলির (Hooghly) সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত গোস্বামী মালপাড়া অঞ্চলের গ্রামসভায় বিজেপির ১৯০ নং বুথে জয়ী প্রার্থী মানস ঘোসের নেতৃত্বে এই মিছিল সংঘটিত হয়। সঙ্গে ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। জেলায় শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা।

কেন এই ঝাঁটা হাতে মিছিল

হুগলি (Hooghly) জেলার বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো যেভাবে ধর্মতলা থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করছেন, তা অত্যন্ত উস্কানিমূলক। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত তৃণমূল কোনও শান্তিপূর্ণ অবস্থান করবে না! তাই হাতে ঝাঁটা নিয়ে আমাদের বিশেষ প্রস্তুতির মিছিল ছিল এই ঝাঁটা মিছিল। প্রশিক্ষণ দিয়ে নিজেদের আত্মরক্ষাই ছিল আজকের প্রধান কর্মসূচি।

মালপাড়া (Hooghly) অঞ্চলের বিজেপির জয়ী প্রার্থীর বক্তব্য

মালপাড়া (Hooghly) অঞ্চলের বিজেপির জয়ী প্রার্থী মানস ঘোষ বলেন, তৃণমূল থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাকে প্রতিরোধ করতে আমরা আজ এলাকায় ঝাঁটা হাতে মিছিল করলাম। বিজেপি নেতার বাড়ি কেন, কোনও ব্লকেই তৃণমূলের দুষ্কৃতীদের ঘেরাও কর্মসূচি করতে দেওয়া যাবে না। মানুষের গণতন্ত্রকে লুট করার অধিকার তৃণমূলের নেই।

৫ই অগাস্ট কী ঘোষণা করেছে তৃণমূল?

উল্লেখ্য গত ২১ শে জুলাই, ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেন, রাজ্যের প্রত্যেক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করার কর্মসূচি গ্রহণ করা হবে। সেই সঙ্গে ব্লক স্তরে ঘেরাও করার বিষয়ে সহমত দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঘেরাও নিয়ে আরও বলা হয়, বিজেপি নেতাদের বাড়ি থেকে বাইরে বের হতে দেওয়া যাবে না, কেবল ছাড় মিলবে বাড়ির বাচ্চা এবং বৃদ্ধদের। আর তারপর থেকেই দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ও হাওড়া থেকে ৫ই আগস্টের আগেই বিজেপি কর্মীদের বাড়িতে হামলার চিত্র ধরা পড়েছে। রাজনৈতিক মহল অভিষেকের এই কর্মসূচিকে তীব্র নিন্দা জানিয়েছেন। ইতিমধ্যে অভিষেকের মন্তব্য এবং কর্মসূচিকে প্ররোচনামূলক বলে থানায় এফআইআর দায়ের হয়েছে। তৃণমূলের এই কর্মসূচির বিরুদ্ধে পাল্টা হুগিলতে (Hooghly) ঝাঁটা হাতে বিজেপির মিছিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে জেলায়।   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share