2036 Olympics In India: ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে, দাবি প্রধানমন্ত্রীর

Pm modi revisited somnath temple india

মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্স-এর আসর বসবে ভারতে, স্বপ্ন দেখছেন প্রতিটি ভারতবাসী। ২০৩৬ সালে ভারত অলিম্পিক্স (2036 Olympic Games) আয়োজনের জন‌্য সর্বাত্মক ভাবে চেষ্টা করবে। পূর্ণশক্তিতে প্রস্তুতি চালানো হচ্ছে। রবিবার বারাণসীতে ৭২তম সিনিয়র জাতীয় ভলিবল চ‌্যাম্পিয়নশিপ উদ্বোধনের আগে ভিডিয়ো কনফারেন্সে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভলিবল প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। মোট ৫৮টি দল প্রতিনিধিত্ব করবে।

ভারতে ফের কমনওয়েলথ গেমস

রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, “২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে ভারতে। পাশাপাশি দেশ ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন‌্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে আরও বেশি করে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায়।” তিনি যোগ করেছেন, “খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ‌্যমে অনেক যুব প্রতিভা জাতীয় পর্যায়ে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। আরও খেলোয়াড় যাতে বড় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, সেই চেষ্টা করা হচ্ছে। খেলো ইন্ডিয়া প্রচারের মাধ্যমে শয়ে শয়ে তরুণ-তরুণী জাতীয় স্তরে প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে।” ক্রীড়া জগতে তাঁর সরকার আমূল সংস্কার নিয়ে আসায় তরুণ প্রতিভারা আরও বেশি করে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং খেলো ভারত পলিসি ২০২৫ শুধুমাত্র প্রতিভাদের বিকাশেই নয়, ক্রীড়াসংস্থা গুলির স্বচ্ছতা বজায় রাখতেও সাহায‌্য করবে।

টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম

ভারতে খেলার পরিকাঠামো উন্নয়নে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টপ্‌স)-এর ভূমিকাও উল্লেখ করতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শক্তিশালী পরিকাঠামো, তরুণ প্রতিভাদের বিশ্ব পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া দেশের ক্রীড়া সংস্কৃতিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। ২০১৪ সাল থেকে ক্রীড়াক্ষেত্রে বেশি সাফল্য পাচ্ছে ভারত। গত দশ বছরে ভারত প্রায় কুড়িটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। তাঁর কথায়, “গত দশ বছরে ভারত কুড়ির বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। তার মধ‌্যে উল্লেখযোগ‌্য অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং দাবার নানা আন্তর্জাতিক প্রতিযোগিতা।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share