মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শিখ সৈনিকদের উস্কানি দিয়েছিলেন। সেই সঙ্গে পুরস্কার দেবেন ১১ কোটি টাকা। কার্যত এমন প্রস্তাব করার অভিযোগে খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুনের (Khalistani Pannun) বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA)। ২০২৫ সালের ১৫ অগাস্টে স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত একটি ভিডিও বার্তায় উস্কানির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য এই কুখ্যাত জঙ্গির বিরুদ্ধে বাইরের দেশে বসে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্রের ছক করার মতো আরও গুরুতর একাধিক মামলা রয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার)!
নয়াদিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) পান্নুনের (Khalistani Pannun) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুন হলেন নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস-এর প্রতিষ্ঠাতা। তবে এই সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে চললেও ভারতের অভ্যন্তরে বিশেষ করে পঞ্জাবকে অস্থির করে রাখাই মূল উদ্দেশ্য। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে জাতীয় পাতাকা উত্তোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানিয়েছিলেন। এই কথা পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার হিসেবে দিয়েছিলেন তিনি। পাকিস্তান যে জঙ্গি উৎপাদন করে একথা সকলেই জানে, আর তাই ভারতের ক্ষতি করতে পান্নুন পাকিস্তানকে সবসময়ে পাশে চান।
খালিস্তানের মানচিত্রে
পান্নুনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬১ (২), ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন-এর ধারা ১০ এবং ১৩ ব্যবহার করে মামলা দায়ের করা হয়েছে। যে ভিডিওর ভিত্তিতে মামলা দায়ের হয়েছে তা ২০২৫ সালের ১০ অগাস্ট পাকিস্তানের লাহোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। মিট দ্য প্রেসের পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়া হয় পান্নুনের। ওয়াশিংটন, ডিসি থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানটিতে সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেন এই জঙ্গি।
তবে এফআইআরে বলা হয়, “ভিডিওতে বক্তব্য দেওয়ার সময় পান্নুন দাবি করেন, দিল্লি হবে খালিস্তান (Khalistani Pannun)। সেইসঙ্গে একটি গণভোটের ভিত্তিতে মানচিত্রকে উন্মোচন করেছিলেন। তাঁর প্রস্তাবিত খালিস্তানের মানচিত্রে পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং দিল্লিকে অন্তর্ভুক্ত ছিল। মামলায় (NIA) প্রধান অভিযুক্ত হিসেবে পানুন্নের নাম ছাড়াও আরও অজ্ঞাত কিছু ব্যক্তিদেরও যুক্ত করা হয়েছে। ভারতের বিরুদ্ধে প্ররোচনা এবং উস্কানি দিয়ে ভারতের সার্বভৌমত্বকে ধ্বংস করার কথাও ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ দায়ের হয়েছে।”
Leave a Reply