Bangladesh Crisis: হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ইউনূস সরকার!

hasina_f

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে মহম্মদ ইউনূসের সরকার। রবিবার এ কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অবশ্য সরাসরি হাসিনার নাম উল্লেখ করেননি।

রেড কর্নার নোটিশ (Bangladesh Crisis)

আসিফ বলেন, “জুলাই-অগাস্ট মাসে গণহত্যা চালিয়ে যাঁরা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরতে আমরা শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসতে সর্বোচ্চ পদক্ষেপ করব।” কাউকে খুঁজে পেতে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করার অর্থ হল, ইন্টারপোলের সদস্য প্রতিটি রাষ্ট্রকে সতর্ক করে দেওয়া।

ইন্টারপোলের সাত রংয়ের নোটিশ

ইন্টারপোলের সাত রংয়ের নোটিশ রয়েছে-লাল, নীল, হলুদ, কালো, সবুজ, কমলা এবং বেগুনি। এক এক রংয়ের নোটিশের এক এক রকম অর্থ। পলাতক কোনও অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফেরাতে রেড কর্নার নোটিশ জারি করা হয়। রেড কর্নার নোটিশ জারি হলে সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থা নিজ নিজ দেশে অভিযুক্তের খোঁজ চালায়।সংরক্ষণকে কেন্দ্র করে অশান্তির জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। তার জেরে ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা (Bangladesh Crisis)।

আরও পড়ুন: গাজায় লাগাতার বোমাবর্ষণ ইজরেয়েলি বায়ুসেনার, ১৩ শিশু-সহ মৃত ৩০! উদ্বেগ মধ্যপ্রাচ্যে

তার পর থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় হাসিনার বিরুদ্ধে অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯৮টি ক্ষেত্রে দায়ের হয়েছে খুনের অভিযোগ। হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরওয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গ্রেফতারি পরওয়ানা জারি হয় ১৭ অক্টোবর। তারপর থেকে হাসিনাকে দেশে ফেরাতে সেই অর্থে কড়া কোনও পদক্ষেপ করেনি সে দেশের (Bangladesh Crisis) অন্তর্বর্তী সরকার। এবার ইন্টারপোলের দ্বারস্থ হতে চলেছে ইউনূস সরকার।

অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন, “হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আদালতের রায় ঘোষণা হলে আমরা ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করব।” তবে আদালতের রায়ের আগে এ ধরনের কোনও পদক্ষেপ করা হবে না বলেও (Sheikh Hasina) ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন (Bangladesh Crisis) ইউনূস।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share