মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মহাকুম্ভের (Mahakumbh) ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন ভুটানের রাজা (Bhutan King) জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তাঁর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।পবিত্র স্নানের আগে প্রথা মেনে সূর্য নমস্কারও করতে দেখা যায় ভুটানের রাজাকে। মহাকুম্ভে পবিত্র স্নানের পর অক্ষয় বট এবং বড় হনুমান মন্দিরে প্রার্থনা সারেন রাজা। ভুটানের রাজা এরপরে বলেন, ‘‘এই অভিজ্ঞতা অবিস্মরণীয়।’’ ভুটানের রাজার সম্মানে নৈশ ভোজের আয়োজন করে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। সেখানে যোগ দেন ভুটানের রাজা। ভুটানের তরফ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণেই ভারত সফর করছেন রাজা।
ভুটানের রাজাকে রাজকীয় অভ্যর্থনা জানায় যোগী সরকার
ভুটানের রাজাকে রাজকীয় অভ্যর্থনা জানায় (Mahakumbh) যোগী সরকার। নামগেল ওয়াংচুক লখনউ এসে পৌঁছালে, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিমানবন্দরে রাজাকে স্বাগত জানান। এরপরে, জিগমে ওয়াংচুক রাজভবনে পৌঁছন। সেখানে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও রাজার আথিতেয়তায় কোনও খামতি রাখেননি ৷
ভারত-ভুটান সম্পর্ক নিয়ে আলোচনা (Mahakumbh)
রাজভবনে ভুটানের রাজা মহাত্মা গান্ধির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পাশাপাশি, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াংচুক ভারত-ভুটান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারপরই উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, ভুটানের রাজা মহাকুম্ভ মেলায় অংশ নেবেন এবং ত্রিবেণী সঙ্গমে (Mahakumbh) পুণ্য স্নান করবেন।
ভুটানের রাজার সফর নিয়ে কী জানাল যোগী আদিত্যনাথ সরকার
যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভুটানের রাজার এই সফর ভারত-ভুটানের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও অনেক সুদৃঢ় করবে। বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম অনুষ্ঠান হল মহাকুম্ভ। এর আধ্যাত্মিক তাৎপর্য বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। দেশ-বিদেশ থেকে কোটি কোটি ভক্ত এসেছেন প্রয়াগরাজে। সেই মহাকুম্ভের পবিত্র ত্রিবেণী সঙ্গমে ভুটানের রাজার অংশগ্রহণ আন্তর্জাতিক ক্ষেত্রে মহাকুম্ভের গুরুত্ব আরও বাড়িয়েছে বলেই মনে করছে যোগী সরকার।
Leave a Reply