Canada: হিন্দু ভাবাবেগে ভাসল কানাডা, ৫১ ফুট উঁচু ভগবান রামের মূর্তির উন্মোচন মিসিসাগায়

canada 51 foot tall ram murti unveils hindu feels cultural pride in north america

মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় উন্মোচিত হল উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু ভগবান রামের মূর্তি। মিসিসাগার হিন্দু হেরিটেজ সেন্টারে আয়োজিত এক বিশাল ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে ভগবান রামের মূর্তি উন্মোচিত হয়। অনুষ্ঠানে ছিলেন কানাডার ফেডারেল মন্ত্রিসভার সদস্যরাও। এই মূর্তির উচ্চতা ৫১ ফুট, যার সঙ্গে ৭ ফুট উচ্চতা বিশিষ্ট পাদপীঠ যুক্ত রয়েছে। ভবিষ্যতে এই মূর্তির মাথায় একটি ছাতা সংযোজনের পরিকল্পনা রয়েছে। যার ফলে সমগ্র মূর্তির উচ্চতা আরও বেড়ে যেতে পারে। এই মূর্তি উন্মোচন কানাডায় বসবাসকারী হিন্দুদের মধ্যে গভীর ভাবাবেগের সৃষ্টি করেছে।

ভারতে তৈরি হয় এই মূর্তি

চার বছর আগে শুরু হওয়া এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে প্রখ্যাত ইন্দো-কানাডিয়ান ব্যবসায়ী লাজ প্রশারের অনুদানে। এই মূর্তি তৈরি হয় দিল্লিতে। ফাইবারগ্লাস নির্মিত এই মূর্তিতে ব্যবহৃত হয়েছে একটি স্টিল স্ট্রাকচার। এই মূর্তি শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকবে বলেই আশা নির্মাতাদের। ঘণ্টায় ২০০ কিলোমিটার গতির বাতাস সহ্য করতে সক্ষম এই সুউচ্চ মূর্তি। হিন্দু হেরিটেজ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান পুরোহিত আচার্য সুরিন্দর শর্মা শাস্ত্রী বলেন, “এই মূর্তির স্থাপন আমাদের আত্মিক চেতনার প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ধর্মের পথেই আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত।” তিনি আরও জানান, মূর্তিটি ভারতে তৈরি হলেও কানাডার স্থানীয় কারিগরদের দ্বারা তা স্থাপন করা হয়েছে।

গর্বের স্থাপনা

অনুষ্ঠানের প্রধান আয়োজক কুশাগ্র শর্মা বলেন, “ভগবান শ্রী রামের ৫১ ফুট মূর্তির উন্মোচনে ১০,০০০-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান আমাদের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি কানাডিয়ান বহুসংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।” তিনি আরও জানান, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণরত বিমানের যাত্রীদের জন্য এই বিশাল রাম মূর্তিটি হবে কানাডায় পৌঁছে দেখা প্রথম দর্শনীয় স্থাপত্য। এই মূর্তি উন্মোচনে ছিলেন মন্ত্রী রিচি ভালডেজ, ট্রেজারি বোর্ডের সভাপতি শফকত আলী এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিদ্ধু। উপস্থিত জনতাকে “জয় শ্রী রাম” বলে অভিবাদন জানান সিদ্ধু।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share