BJP: কলকাতা এবং শহরতলির ২৮টি বিধানসভায় কত ভোট বেড়েছে? ভোট ম্যাপিং করছে বঙ্গ-বিজেপি

how-many-votes-have-increased-in-28-assembly-constituencies-of-kolkata-and-its-suburbs-bjp-is-mapping-votes

মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিজেপির (BJP) ভোট শতাংশ কত? গত বিধানসভার পর লোকসভায় কত আসন বেড়েছে? এলাকাভিত্তিক ২৮টি বিধানসভায় বিজেপির হাল কেমন? সল্টলেক অফিসে ভোট ম্যাপিং (BJP Vote Mappping) করতে চলেছে বিজেপি। সমর্থন এবং ভোট, আগে থেকে অনেক পরিমাণেই বেড়েছে। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে কীভাবে রণনীতি গ্রহণ করবে সেই নিয়েও এদিন বিস্তর আলাপ-আলোচনা হবে বলে জানা গিয়েছে।

এলাকাভিত্তিক প্রধান ইস্যুগুলি কী (BJP)?

ভোট ম্যাপিং-এর আলোচনায় দলের তরফে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির (BJP) পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। অপরে রাজ্য বিজেপির পক্ষে থাকবেন শমীক ভট্টাচার্য এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্তারা। তবে জানা গিয়েছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর-কেন্দ্রের চার সাংগঠনিক জেলার মোট ২৮টি বিধানসভা নিয়ে পূর্ণাঙ্গ ম্যাপিং (BJP Vote Mappping) হবে। গত কয়েকটি নির্বাচনে কেমন ফলাফল হয়েছে তা বুঝেই আলোচনা হবে। কোন এলাকায় তৃণমূলের সঙ্গে কত ব্যবধান, এলাকাভিত্তিক প্রধান ইস্যুগুলি কী? কোথায় মুসলিম জনসংখ্যা কেমন? ইত্যাদি এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই ভাবে তফশিলি ভোটার কোথায় কি পরিমাণে রয়েছে? সেই সব এলাকায় দলের কেমন আন্দোলন রয়েছে, আরও আন্দোলন করলে কতটা সাড়া মিলবে ইত্যাদি খতিয়ে দেখা হবে। কতগুলি বুথ কমিটি গঠন হয়েছে, দলের সাংগঠনিক পরিস্থিতি কেমন-সহ নানান বিষয়ে অতীত আর বর্তমানের সাপেক্ষে বিশ্লেষণ করা হবে। এই বিশ্লেষণের প্রেক্ষিতে আগামীদিনে কলকাতা এবং শহরতলির অংশে ভোটের রণনীতি ঠিক করা হবে।

বাম-কংগ্রেস সুবিধা দেয় তৃণমূলকে

উল্লেখ্য, লোকসভার ভোটে কলকাতা পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি (BJP)। খুব অল্প ব্যবধানে ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তারা। আবার লোকসভা ভোটে তুলনামূলক দমদমে অনেক এগিয়ে ছিল বিজেপি। বিজেপির অবশ্য দাবি, সিপিএম ২ লক্ষ ৪০ হাজার ভোট না কাটলে দমদম লোকসভা হতো বিজেপির (BJP Vote Mappping) দখলে। ফলে এই ভাবে বাম-কংগ্রেস কত ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে সেই দিকেও নজর দেবে বিজেপি। তৃণমূলকে হারাতে বাম-কংগ্রেসের কাটা ভোটকে কীভাবে বিজেপির খাতে আনা যায় তাই নিয়ে চলছে বিস্তর ভাবনা চিন্তা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share