মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে। প্রতিদিন ভারত-বিরোধিতার সুর চড়ছে বাংলাদেশে। এই আবহে একমাত্র বাংলাদেশি (Bangladesh) ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২৬ (IPL 2026) সুযোগ পেয়েও শেষ মুহূর্তে বাদ পড়তে হয় মুস্তাফিজুর রহমানকে। এর পরই বাংলাদেশে আইপিএল-এর সম্প্রচার বন্ধের কথা ঘোষণা করে বিসিবি। কিন্তু এর ফলে লিগের বৈশ্বিক আয়প্রবাহে উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা কম—এমনটাই মত শিল্প বিশেষজ্ঞদের। বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর প্রতিক্রিয়াস্বরূপ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আইপিএলের ক্ষতি নেই
প্রশ্ন উঠছে—টেলিভিশনে বাংলাদেশের দর্শকদের হারালে কি আইপিএলের ক্ষতি হবে? বিজনেস স্ট্যান্ডার্ড-এ উদ্ধৃত তিনজন ব্যবসায়িক বিশেষজ্ঞের মতে, তাৎক্ষণিক প্রভাব খুবই সীমিত থাকবে। ডি অ্যান্ড পি অ্যাডভাইসরি সার্ভিসেস-এর ম্যানেজিং পার্টনার সন্তোষ এন বলেন, “বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার এই সিদ্ধান্তে বড় কোনও প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এতে বিসিসিআই-এর আয়ও ক্ষতিগ্রস্ত হবে না, কিংবা সম্প্রচারকারী সংস্থা যে অর্থ দেয়, তাতেও কোনও পরিবর্তন আসবে না। তিনি আরও জানান, আগের বছরগুলোতে আইপিএলে মাত্র দুই-তিনজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছেন। ফলে বাংলাদেশের দর্শকসংখ্যায় বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম এবং সামগ্রিক ভিউয়ারশিপও প্রায় অপরিবর্তিত থাকবে। বিশেষজ্ঞদের মতে, আইপিএলের মূল আয় আসে ভারতীয় বাজার ও অন্যান্য বড় আন্তর্জাতিক বাজার থেকে। সেই কারণে বাংলাদেশের মতো একটি একক বাজারে সম্প্রচার বন্ধ হলেও লিগের মোট রাজস্ব কাঠামোতে বড় কোনও ধাক্কা লাগার আশঙ্কা নেই।
ভারতের টিভি সম্প্রচার স্বত্ব
স্টার ইন্ডিয়া বিসিসিআই-কে দিয়েছে প্রায় ২৩,৫৭৫ কোটি টাকা ভারতের ডিজিটাল সম্প্রচার স্বত্ব। ভায়াকম ১৮ দিয়েছে প্রায় ২৩,৭৫৮ কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভারতীয় বাজার থেকেই বিসিসিআই-এর আয় প্রায় ৪৭,৩৩৩ কোটি টাকা। এর বিপরীতে, ভারত বাদে বিশ্বের প্রায় ১২০টি দেশে (বাংলাদেশ সহ) আইপিএল সম্প্রচারের জন্য বিসিসিআই পায় মোটামুটি ১,০৫৭ কোটি টাকা। এই তুলনাতেই পরিষ্কার হয়ে যায়, ভারতীয় বাজারের তুলনায় আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বাংলাদেশের আর্থিক অবদান কতটা সীমিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে আইপিএল-এর মোট রেভিনিউয়ের মাত্র ২-৩ শতাংশ আসে বাংলাদেশ থেকে। ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলেও বিসিসিআই বা আইপিএল সামগ্রিক আয়ে বড়সড় কোনও ধাক্কা লাগার সম্ভাবনা কার্যত নেই। অন্য ভাষায় বললে, আইপিএল-এর বিশাল অর্থনৈতিক কাঠামোর সামনে বাংলাদেশের বাজার তুলনামূলক ভাবে খুবই ছোট।

Leave a Reply