Israeli: আরও চার ইজরায়েলি মহিলা সেনাকর্মীকে মুক্ত করল হামাস, উচ্ছ্বসিত আত্মীয়রা

মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় ১৫ মাস হামাসের (Hamas) কাছে বন্দি থাকার পর দ্বিতীয় ধাপে আরও চারজন ইজরায়েলি (Israeli) মহিলা সেনাকর্মীকে মুক্ত করল। ইজরায়েল-হামাসের বন্দি বিনিময় চুক্তির ফলে বন্দি দশা থেকে মুক্তি পেয়েই পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে আবেগঘন মুহূর্তে মিলনের ছবি ধরা পড়ল এদিন। মুক্তির পর মহিলাদের রাবিন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। বর্তমানে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে ইজরায়েল এবং জঙ্গিসংগঠন হামাসের যুদ্ধের অবসানকে বড় ঘটনা বলে মনে করছেন।

বাবা-মাকে খুশিতে চিৎকার করে হাসতে দেখা গিয়েছে

ইজরায়েল (Israeli) ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দ্বারা প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মহিলা সেনাকর্মীরা তাঁদের পরিবারগুলির সঙ্গে মিলিত হচ্ছেন। ফিরে আসার আনন্দ, উল্লাস এবং করতালি দিয়ে সকলকে স্বাগত জানানো হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে মুক্তি পাওয়া সেনাকর্মীরা হলেন, লিরি আলবাগ, ড্যানিয়েলা গিলবোয়া, করিনা আরিয়েভ এবং নামা লেভি। তাঁদের খুব আবেগ প্রবণ হতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে লিরি এবং তাঁর বাবা-মাকে খুশিতে চিৎকার করে হাসতে দেখা গিয়েছে। এরপর তাঁদের হ্যালিকপ্টারে করে রাবিন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ড্যানিয়েলা গিলবোয়ার ১৫ বছরের বোন বলেন, “আমরা আশাবাদী ছিলাম যে আমাদের পরিবারের সদস্যরা হামাসের (Hamas) হাত থেকে ঠিক ফিরে আসবেন।”

পাল্টা ২০০ প্যালেস্তিনীয় মুক্ত

এদিকে ইজরায়েলের পক্ষ থেকে ২০০ প্যালেস্তিনীয় নাগরিককে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছে। ইজরায়েল (Israeli) এবং হামাসের (Hamas) মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। তবে এই বন্দি বিনিময়ের প্রথম ধাপে ৩ ইজরায়েল বন্দির মুক্তির বিনিময়ে ৯৩ প্যালেস্তিনীয়কে মুক্তি দেওয়া হয়েছিল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share