Lawyer Shot: বিহারে গুলি করে খুন আইনজীবীকে, অন্যত্র আততায়ীরা হত্যা করল বিজেপি নেতাকে

Lawyer shot in patna dies during treatment

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হবে বিহারে (Patna)। তার আগে আজ, রবিবার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল একজন আইনজীবীকে (Lawyer Shot)।

পাটনায় খুন আইনজীবী (Lawyer Shot)

পাটনা পূর্বের এসপি পরিচয় কুমার জানান, নিহত ব্যক্তির নাম জিতেন্দ্র মাহাতো। তাঁকে গুলি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তিনি বলেন, “অপরাধীরা জিতেন্দ্র মাহাতো নামে একজনকে গুলি করেছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিনি মারা যান।” তিনি জানান, প্রতিদিনের মতো এদিনও ওই আইনজীবী এলাকার একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। তখনই তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি গুলির খোল। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তাদের উদ্দেশ্যই বা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গুলি করে খুন বিজেপি নেতাকেও

এসপি বলেন, “ঘটনাস্থলের আশপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চলছে।” তিনি জানান, জিতেন্দ্র মাহাতো নামের ওই আইনজীবী গত দু’বছর ধরে আইনি পেশায় ছিলেন না। তাই ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, পাটনার পিপরা এলাকায় অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতীর গুলিতে খুন হন বিজেপি নেতা তথা কিষান মোর্চার প্রাক্তন কর্মী সুরেন্দ্র কেওয়াত। জানা গিয়েছে, এদিন নিজের জমিতেই কাজ করছিলেন ওই বিজেপি নেতা। বিহার পুলিশের এক কর্তা কানহাইয়া সিং বলেন, “সুরেন্দ্রকে বাইকে করে এসে দুই ব্যক্তি গুলি করে হত্যা করে। তাঁকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় এইমসে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।” পুলিশ (Patna) জানিয়েছে, সুরেন্দ্রর পরিবারের সদস্য এবং অন্যান্য আত্মীয়দের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক দল। আততায়ীদের ধরতে পাটনা ও তার আশপাশ এলাকায় তল্লাশি করছে পুলিশ (Lawyer Shot)।

শনিবারও সীতামারহি জেলার মেহসৌল চকে ব্যস্ততম বাজার এলাকায় গুলি করে খুন করা হয় স্থানীয় ব্যবসায়ী পুটু খানকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Lawyer Shot)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share