Lionel Messi: কোহলি-ধোনিদের সঙ্গে ক্রিকেট খেলবেন? ডিসেম্বরে ভারতে আসছেন মেসি

lionel messi may play alongside virat kohli ms dhoni agentina legend can play cricket

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রীড়ামোদীদের জন্য বড় খবর। ভারতে আসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শুধু আসছেনই না শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরে ভারতে এসে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ওয়াংখেড়েতে ক্রিকেট খেলবেন ফুটবলের রাজপুত্র মেসি। সূত্রের খবর, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মেসি কলকাতা, দিল্লি ও মুম্বাই; এই তিন শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। কলকাতায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ক্রিকেট কী খেলবেন?

মেসি ১৪ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসছেন। অনুষ্ঠানটি টিকিট কেটে দেখা যাবে বলে জানা গিয়েছে। এর জন্য আয়োজক সংস্থা অনুমতি চেয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং অনুমতি প্রদান করা হয়, বলে খবর। এই অনুষ্ঠানে কয়েকজন সুপারস্টার ক্রিকেটারও উপস্থিত থাকতে পারেন। ভারতীয় ক্রিকেটারদের ভক্ত বিশ্বজুড়েই রয়েছে। দেশে ক্রিকেট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আবেগ, তা হয়তো কারোরই অজানা নয়। মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবে, বলে খবর।

কলকাতায় মেসি

আগামী ১৩ ডিসেম্বর মাসে নাকি ‘ঈশ্বরের বরপুত্র’ কলকাতায় পা রাখতে চলেছেন। তবে এখানে রয়েছে একটি ‘ছোট্ট টুইস্ট’। মেসি নাকি ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন না। তিনি আসবেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। শোনা যাচ্ছে, মেসির আগমন উপলক্ষ্যে একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হতে পারে। নাম দেওয়া হয়েছে ‘গোট কাপ’। দুই দলে ৭ জন করে ফুটবলার খেলবেন। যদিও সেই ম্য়াচে মেসি খেলবেন না। তিনি শুধুমাত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে ২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেইসময় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলেছিলেন তিনি। সেই ম্য়াচে মেসি গোল করতে না পারলেও, তাঁকে একটাবার স্বচক্ষে দেখার জন্য গোটা ভারতবর্ষ কার্যত কলকাতায় ভিড় জমিয়েছিল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share