PM Modi: “কংগ্রেস অম্বেডকরকে যে অপমান করেছে, তা ভোলার নয়”, সংসদে তোপ প্রধানমন্ত্রী মোদির

modi_f

মাধ্যম নিউজ ডেস্ক: “যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকোবে, তাহলে তারা ভুল করছে। বিশেষত, অম্বেডকরকে তারা যা অপমান করেছে, তা ভোলার নয়।” ঠিক এই ভাষায়ই কংগ্রেসকে (Congress) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

কংগ্রেসকে তোপ (PM Modi)

প্রধানমন্ত্রীর ভাষায়, “ভারতের মানুষ বার বার দেখেছে যে, কীভাবে একটি পরিবারতান্ত্রিক দল অম্বেডকরের উত্তরাধিকারকে মুছে ফেলার ও তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে। কংগ্রেস এমন একটা দল, যারা অম্বেডকরকে ভারতরত্ন দেয়নি।” কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অম্বেডকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। সংসদে সেন্ট্রাল হলে অম্বেডকরের প্রতিকৃতি বসাতেও বাধা দিয়েছিল কংগ্রেস।”

ফ্ল্যাগশিপ প্রকল্পের উল্লেখ

প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, স্বচ্ছ ভারত মিশন নেওয়া হয়েছে দেশের স্যানিটেশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় লাখ লাখ মানুষকে সাশ্রয়ী মূল্যে আবাসন সরবরাহ করেছে। জল জীবন মিশনের উল্লেখও করেন প্রধানমন্ত্রী। জানান, এটি প্রতিটি পরিবারের জন্য নিরাপদ পানীয় জল সরবরাহের লক্ষ্যে কাজ করছে। উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দিচ্ছে। প্রধানমন্ত্রীর (PM Modi) মতে, এই প্রকল্পগুলি প্রান্তিক সম্প্রদায়গুলির জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পূরণ করেছে অম্বেডকরের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের স্বপ্ন।

আরও পড়ুন: মণিপুরে বিদ্রোহীদের ডেরায় মিলল স্টারলিঙ্ক ডিশ-রাউটার! কী বললেন ইলন মাস্ক?

দলিত ও আদিবাসীদের সুরক্ষার জন্য এসসি-এসটি অত্যাচার প্রতিরোধ আইনের শক্তিশালীকরণে সরকারের উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই আইনের লক্ষ্য হল এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা থেকে সুরক্ষা প্রদান করা।” প্রধানমন্ত্রী বলেন, “এই পদক্ষেপগুলো অম্বেডকরের আদর্শের প্রতি সরকারের অঙ্গীকারের প্রমাণ।” অম্বেডকরের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর সংরক্ষণ ও উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথাও শোনা (Congress) যায় প্রধানমন্ত্রীর মুখে (PM Modi)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share