মাধ্যম নিউজ ডেস্ক: ভালো আছেন দেশের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। ফোনে কথা বলছেন, মেসেজের উত্তরও দিচ্ছেন। এমনটাই জানালেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে শ্রেয়সকে নিয়ে খুবই উদ্বেগজনক পরিস্থিতি হয়েছিল ভারতের ড্রেসিংরুমে। জানা গিয়েছে, সাজঘরে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন তিনি। তবে, আপাতত স্থিতিশীল রয়েছেন শ্রেয়স। কবে শ্রেয়সকে নিয়ে ভারতে ফিরতে চান তাঁরা, সে কথা জানিয়েছেন সূর্য।
অনেকটা সুস্থ শ্রেয়স
বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। তার আগের দিন সাংবাদিক বৈঠকে শ্রেয়সের শারীরিক অবস্থা কেমন, সেই প্রশ্ন করা হয়েছিল সূর্যকে। জবাবে ভারতের টি২০ অধিনায়ক বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। তবে গত দু’দিন ধরে শ্রেয়সের সঙ্গে কথা হচ্ছে। যখন ও কথা বলতে পারছে, মেসেজের জবাব দিতে পারছে, তার মানে ও এখন অনেকটাই সুস্থ।”
চিকিৎসকেরা নজরে রেখেছেন
সূর্য (Suryakumar Yadav) জানিয়েছেন, চিকিৎসকেরা শ্রেয়সের (Shreyas Iyer) দিকে নজর রেখেছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতের টি২০ অধিনায়ক বলেন, “চিকিৎসকেরা ওর সঙ্গে রয়েছে। সব কিছু ঠিক রয়েছে। কিন্তু ওকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। আমরাও যোগাযোগ রাখছি।” সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স। দ্রুত তাঁকে ড্রেসিংরুমে নিয়ে আসা হয়। পরে বোঝা যায়, শ্রেয়সের চোট অত্যন্ত গুরুতর। সূত্রের মতে, ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। আচমকাই রক্তচাপ অনেকটা নেমে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রেয়সকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন অবশ্য তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। সর্বক্ষণ শ্রেয়সের পাশে থাকার জন্য বোর্ডের তরফে চিকিৎসক রিজওয়ান খানকে রেখে দেওয়া হয়েছে। বাকি দল ক্যানবেরায় চলে গিয়েছে।
সিডনিতে যাচ্ছে শ্রেয়সের পরিবার
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় শ্রেয়স আইয়ারের বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত লাগে। স্ক্যানে প্লীহায় আঘাতের প্রমাণ পাওয়া গিয়েছে।” প্লীহায় আঘাতের কারণেই শুরু হয় রক্তক্ষরণ। জানা গিয়েছে, শ্রেয়সের পরিবারকে দ্রুত সিডনিতে পাঠানো হচ্ছে। চিকিৎসকদের অনুমান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তারকা ব্যাটারের অন্তত তিনমাস সময় লাগবে। রিকভারির সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে শ্রেয়সকে।

Leave a Reply