SIR: প্রবীণ ভোটারদের হয়রানি কমাতে বাড়িতেই হবে হেয়ারিং, জানাল নির্বাচন কমিশন

tsir election commission news hearings-will-be-held-at-home-to-reduce-harassment-of-elderly-voters-says-election-commission

মাধ্যম নিউজ ডেস্ক: বয়স্কদের এখন আর চিন্তা নেই। প্রবীণ ভোটারদের হয়রানি কমাতে বাড়িতেই হবে হেয়ারিং। এই কাজে সাহায্য করবেন নির্বাচন কমিশনের বিএলও এবং এইআরও-রা (SIR)। ৮৫ বছর বা তার বেশি ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁরা যদি শুনানির আওতায় পড়েন, তাঁদের ক্ষেত্রে হেয়ারিং-এর জন্য দফতরে যেতে হবে না। বাড়িতে হেয়ারিং করার ক্ষেত্রে ইআরও এবং নির্বাচন আধিকারিক এইআরও এবং বুথ লেভেল অফিসাররা (বিএলও) সহযোগিতা করবেন। বয়স্ক ভোটারদের যাতে কোনও ভাবেই হয়রানির মুখে না পড়তে হয় তাই কমিশনের (Election Commission) এই সিদ্ধান্ত। খসড়া তালিকায় ইতিমধ্যে বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশি নাম। দেড় কোটির বেশি নামে তথ্যের ভুল রয়েছে। তবে সব মিলিয়ে এক লক্ষের বেশি হেয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েবসাইটে তথ্য আপলোডে একাধিক অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে।

বেশ কিছুই এলাকায় গড়মিল (SIR)

এসআইআর-এর (SIR) খসড়া তালিকায় একাধিক ভুল ধরা পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে ইতিমধ্যে শোকজ নোটিস জারি করেছে নির্বাচন কমিশন। শিলিগুড়ি, দার্জিলিং জেলার বিভিন্ন বিএলও-দের বিরুদ্ধে শোকজ করা হয়েছে। একই ভাবে হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া, নকশালবাড়ি, এবং কোচবিহারের দক্ষিণ বিধানসভার মোট তিনজন বিএলওকেও শোকজ করা হয়েছে। কমিশন (Election Commission) ইতিমধ্যে এই কেন্দ্রগুলিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট ইআরও-দের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

খসড়া তালিকায় জীবিত ব্যক্তি মৃত

ডানকুনির এক কাউন্সিলরের নিজের নাম খসড়া তালিকায় (SIR) মৃত দেখানোর অভিযোগ উঠেছে। কমিশনের তরফে ইতিমধ্যে বিলওকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় কমিশন এলাকার বিডিও এবং এইআরওদের কাজের হিসেব চেয়ে নোটশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আপডেট এবং কপির সঙ্গে যুক্ত করার কথাও বলা হয়েছে। শিলিগুড়িতে এক মৃত ভোটারের নামে গোলমাল হওয়ায় বিএলওকে শোকজ করা হয়েছে। আবার কোচবিহারের দক্ষিণ বিধানসভা ক্ষেত্রেও একই ভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এই দুই ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল করেছেন বলে জানা গিয়েছে। তবে কমিশনের (Election Commission) সাফ কথা যেহেতু ভুল হয়েছে তাই ভোটারদের দিয়ে বিএলওকে ফর্ম ৬ পূরণ করতেই হবে।

বাড়ি বাড়ি সমীক্ষা ঠিক করে হয়নি

কমিশন (Election Commission) সূত্রে আরও জানা গিয়েছে, বেলেঘাটা বিধানসভার মোট সাতটি বুথের বিএলও কে কারণ দর্শাতে বলা হয়েছে। ইতিমধ্যে কমিশন নোটিশ ধরিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি উত্তর না পাওয়া যায় তাহলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরও অভিযোগ রয়েছে ফর্ম বিতরণ, তালিকা সংশোধন, বাড়ি বাড়ি সমীক্ষা এবং নথি যাচাই-এর কাজ ঠিক মতো হয়নি। ফর্ম (SIR) জমা পড়লেও তার তথ্য ঠিক করে আপডেট হয়নি। ঠিকানা বা নম্বর সংশোধন ঠিক করে করা হয়নি। আবার বেশকিছু বুথে নিয়মিত পরিদর্শনও করা হয়নি।

গাফিলতি প্রমাণে বরখাস্ত

নির্বাচন কমিশনের (Election Commission) অবশ্য বক্তব্য, সমানেই বিধানসভা নির্বাচন তাই ভোটার তালিকা সংশোধন হওয়া একান্ত জরুরি। নতুন নাম যুক্ত করা, মৃতদের নাম বাদ দেওয়া, ঠিকানা বদল হয়েছে এমন নাম চিহ্নিত করা, একাধিক জায়গায় নাম রয়েছে এবং ভুয়ো ভোটারদের নাম তালিকা (SIR) থেকে বাদ দেওয়া একান্ত দরকার। বৈধ ভোটারদের নাম তালিকায় অবশ্যই থাকতে হবে। কমিশন এই সংক্রান্ত কাজের কোনও রকম আপোষ করবে না। তবে যদি কাজে গাফিলতি প্রমাণিত হয় তাহলে বরখাস্ত অবধারিত। ভোটের কাজে কোনও রকম আলস্য ভাব দেখালে চলবে না। কাজে গাফিলতি পেলেই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুনানি নিয়ে কমিশনের নির্দেশিকা

নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির জন্য দুটি নোটিস ইস্যু করা হবে। একটি নোটিস সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে। আর একটি নোটিস বিএলও সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে স্বাক্ষর করে নিজের কাছে রাখবেন। নোটিশ পাওয়ার পর শুনানিতে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে। জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-র অফিস তথা সরকারি অফিসে এই শুনানি কেন্দ্র হবে। প্রতিদিন সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে শুনানি করতে পারবেন আধিকারিকরা। উপস্থিত থাকবেন ইআরও, এইআরও-রা। কেন্দ্রে রাখতে হবে বসার জায়গা, জেরক্স করার জায়গা, জলের ব্যবস্থা। সংশ্লিষ্ট ভোটারকেই হিয়ারিং-এর সময় উপস্থিত থাকতে হবে। যদি কোনও কারণে নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত থাকতে না পারেন, তাহলে সেই তারিখ বদলানো যেতে পারে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share